রাজ্যপালের কাছে কঙ্গনা ॥ যে ঝড়ই আসুক, লড়ে যাব: উদ্ধব

করোনার বাড়াবাড়ি নিয়ে অস্বস্তির মধ্যেই সুশান্ত সিংহের মৃত্যু নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্য ঘিরে তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন শিবসেনা নেতৃত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:২১
Share:

রাজভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে বৈঠকে কঙ্গনা রানাউত। রবিবার মুম্বইয়ে। পিটিআই

বিজেপি-সঙ্গ ছেড়ে কংগ্রেস এবং শিবসেনার হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়ার পর থেকেই বিজেপি নেতৃত্বের নিশানায় তিনি। তার মধ্যেই প্রথমে করোনার উদ্বেগজনক বাড়বাড়ন্ত এবং সম্প্রতি কঙ্গনা রানাউত বিতর্কে চাপের মুখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রবিবার জানিয়ে দিলেন, সামগ্রিক ভাবে মহারাষ্ট্র এবং তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত চেষ্টা চলছে। তবে তিনি লড়াই ছাড়বেন না। রবিবার টিভিতে এক বক্তৃতায় উদ্ধব বলেন, ‘‘যে রাজনৈতিক ঝড়ই আসুক, আমি মোকাবিলা করব। আমি করোনাভাইরাসের সঙ্গেও লড়ব।’’

Advertisement

করোনা-সংক্রমণের হারে প্রথম থেকেই শীর্ষে মহারাষ্ট্র। গত কালই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। এই অবস্থায় সংক্রমণের গোড়ার দিন থেকেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নিশানায় তিনি। যদিও সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্র সরকারের উদ্যোগ এবং সরকারের কাজের প্রশংসা করেছে বিভিন্ন মহল, কিন্তু তাতেও বিজেপির আক্রমণ থামেনি। অনেকেরই অভিযোগ, মহারাষ্ট্রে সরকার গড়তে না পারার হতাশা থেকেই উদ্ধব ঠাকরের সরকারকে নিশানা করছেন বিজেপি নেতৃত্ব। এ দিন কারও নাম না করেই উদ্ধব বলেন, ‘‘করোনা চলে গেছে মনে করে অনেকেই ফের রাজনীতি শুরু করতে সক্রিয়। আমি রাজনীতি নিয়ে কথা বলব না, তবে এটা ঠিক, মহারাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘আমার নীরবতার অর্থ এই নয় যে, আমার কাছে উত্তর নেই।’’

করোনার বাড়াবাড়ি নিয়ে অস্বস্তির মধ্যেই সুশান্ত সিংহের মৃত্যু নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্য ঘিরে তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন শিবসেনা নেতৃত্ব। বিজেপি-ঘনিষ্ঠ কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ শিবসেনা নেতা সঞ্জয় রাউত পাল্টা জবাব দেন। কঙ্গনাকে ইতিমধ্যেই ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা নিয়ে বিতর্কও অব্যাহত। চলতি বিতর্কে বিজেপিকে দুষে এ দিন সঞ্জয় রাউত দলীয় মুখপত্র সামনায় লেখেন, মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করা কঙ্গনাকে যে ভাবে বিজেপি সমর্থন করছে, তা দুর্ভাগ্যজনক। তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের দিকে তাকিয়েই সুশান্তের মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপির রাজনীতির বিরুদ্ধে একজোট হতে মরাঠা জনগণকে ডাক দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: উমর খালিদ গ্রেফতার, দিল্লি হিংসা মামলায়, দেওয়া হল ইউএপিএ​

আরও পড়ুন: কো-মর্বিডিটিকে গুরুত্ব দিয়েই নয়া প্রোটোকল কেন্দ্রের​

কঙ্গনাও অবশ্য ছাড়ার পাত্রী নন। শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা তাঁর অফিসের বেআইনি অংশ ভাঙা নিয়ে ক্ষোভ জানাতে এ দিন বিকেলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করেছেন তিনি। এ দিন প্রায় মিনিট কুড়ি রাজ্যপালের সঙ্গে কথা বলেন কঙ্গনা। সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেল। পরে টুইটারে কঙ্গনা লেখেন, ‘‘আমার বিশ্বাস, আমি ন্যায়বিচার পাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন