Kannada Actress Stabbed

বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহ! বেঙ্গালুরুতে অভিনেত্রীকে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, মঞ্জুলা এবং অমরেশের দুই সন্তান। বেঙ্গালুরুর হনুমন্তনগরে একটি ভাড়াবাড়িতে থাকতেন দম্পতি। কিন্তু মঞ্জুলার আচরণ এবং গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অমরেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১০:২০
Share:

কন্নড় অভনেত্রী মঞ্জুলা শ্রুতি। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুতে এক অভিনেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তাঁর স্বামী বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। আক্রান্ত অভিনেত্রীর নাম মঞ্জুলা শ্রুতি। তিনি কন্নড় টিভির এক জন অভিনেত্রী এবং সঞ্চালক। স্বামীর অমরেশের সন্দেহ ছিল মঞ্জুলার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। আর এই সন্দেহের জেরেই তাঁদের ২০ বছরের দাম্পত্যজীবনে নেমে আসে অশান্তি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঞ্জুলা এবং অমরেশের দুই সন্তান। বেঙ্গালুরুর হনুমন্তনগরে একটি ভাড়াবাড়িতে থাকতেন দম্পতি। কিন্তু মঞ্জুলার আচরণ এবং গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অমরেশ। আর তার পর থেকেই তাঁদের দু’জনের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তিন মাসে আগে ঘর ছেড়ে চলে যান মঞ্জুলা। তিনি ভাইয়ের বাড়িতে থাকা শুরু করেন।

অভিযোগ, সেখানে গিয়েও অমরেশ অশান্তি শুরু করেন। তার পর হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন মঞ্জুলা। তাঁদের দু’জনকে থানায় ডেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করানো হয়েছিল। কিন্তু শুক্রবার সন্তানেরা কলেজে চলে যাওয়ার পর অমরেশ মঞ্জুলার উপর হামলা করেন বলে অভিযোগ। তাঁর শরীরের একাধিকা জায়গায় কোপানো হয়। ঘাড়ে, পাঁজরে এবং উরুতে আঘাত রয়েছে। দেওয়ার মঞ্জুলার মাথা ঠুকে দেওয়া হয়। তার পর বাড়ি ছেড়ে চলে যান অমরেশ।

Advertisement

মঞ্জুলার পরিচারিকা এসে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন। পুলিশে ফোন করা হয়। মঞ্জুলাকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পর মঞ্জুলার অভিযোগের ভিত্তিতে অমরেশকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement