National News

পরিচারিকার অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

বাড়ি বাড়ি কাজ করে কোনও রকমে দিন গুজরান করেন তিনি। আবার তিনিই নাকি বিশ্বের অন্যতম ধনী মহিলা! বিল গেটসের সঞ্চিত সম্পত্তির পরিমাণ এক লক্ষ কোটি টাকার কাছাকাছি। আর কানপুরের পরিচারিকা ঊর্মিলা যাদবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯,৫৭১,১৬,৯৮,৬৪৭ টাকা! সৌজন্যে ব্যাঙ্কের একটা ‘ছোট্ট’ ভুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ১৭:০১
Share:

বাড়ি বাড়ি কাজ করে কোনও রকমে দিন গুজরান করেন তিনি। আবার তিনিই নাকি বিশ্বের অন্যতম ধনী মহিলা! বিল গেটসের সঞ্চিত সম্পত্তির পরিমাণ এক লক্ষ কোটি টাকার কাছাকাছি। আর কানপুরের পরিচারিকা ঊর্মিলা যাদবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯,৫৭১,১৬,৯৮,৬৪৭ টাকা! সৌজন্যে ব্যাঙ্কের একটা ‘ছোট্ট’ ভুল।

Advertisement

ঊর্মিলাদেবীর অ্যাকাউন্টে টাকার পরিমাণ দেখে চোখ কপালে উঠেছিল ব্যাঙ্ক অফিসারদের। সঙ্গে সঙ্গেই তাঁর বুঝতে পারেন, বড়সড় ভুল হচ্ছে কোথাও। ভুল শুধরোতে সময় লাগল ঘণ্টা তিনেক। হ্যাঁ, ওই তিন ঘণ্টার জন্যই ভাগ্যবতী হতে পেরেছিলেন তিনি।

কিন্তু কী ভাবে ঘটল এমন আজব ঘটনা?

Advertisement

কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ‘জন ধন যোজনা’য় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন ঊর্মিলাদেবী। হঠাৎই দেখেন তাঁর মোবাইলে ব্যাঙ্কের একটি মেসেজ এসেছে। তাতে দেখা যাচ্ছে বিরাট অঙ্কের টাকা জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে। কিন্তু কী ভাবে এত টাকা জমা হল? কে জমা দিল? ভেবেই কূলকিনারা পাচ্ছিলেন না ঊর্মিলাদেবী। সঙ্গে সঙ্গে পাসবই নিয়ে ব্যাঙ্কে ছোটেন তিনি। দেখা যায়, সত্যিই এই বিপুল পরিমাণ টাকা রয়েছে তাঁর অ্যাকাউন্টে। কী ভাবে এমন কাণ্ড ঘটল তা ভেবে তখন দিশেহারা ব্যাঙ্কের পদস্থ কর্তারাও। ঊর্মিলার অ্যাকাউন্টে এই অর্থের উৎস নিয়ে তদন্তও শুরু করে এসবিআই। শেষ পর্যন্ত দেখা যায়, সার্ভারের গোলযোগেই ওই বিপুল পরিমাণে অর্থ জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে। এই ঘটনার জেরে তিন ঘন্টার জন্য বিশ্বের অন্যতম ধনী মহিলা হয়ে উঠেছিলেন ঊর্মিলা দেবী।

কিন্তু হঠাৎই অত টাকা পেয়ে কেমন লেগেছিল তাঁর। খুব স্বাভাবিক ভাবেই ঘোমটার আড়াল থেকে ঊর্মিলার উত্তর, “টাকার জন্যই মানুষ খাটে। কিন্তু বিনা পরিশ্রমে পাওয়া এই অর্থের কোনও মূল্য নেই আমার কাছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন