শিখার বিরুদ্ধে অনাস্থা নিয়ে বৈঠক করিমগঞ্জে

করিমগঞ্জের পুরনেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের পর ৬ মাস কাটতে চলেছে। পুরআইন অনুযায়ী, ৬ মাস পর ফের অনাস্থা নিয়ে আসা যায়। রাজনৈতিক শিবিরের খবর, বিজেপির কয়েক জন পুরসদস্য এ নিয়ে দলের অন্দরমহলে সক্রিয় হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০০:৫৯
Share:

করিমগঞ্জের পুরনেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের পর ৬ মাস কাটতে চলেছে। পুরআইন অনুযায়ী, ৬ মাস পর ফের অনাস্থা নিয়ে আসা যায়। রাজনৈতিক শিবিরের খবর, বিজেপির কয়েক জন পুরসদস্য এ নিয়ে দলের অন্দরমহলে সক্রিয় হয়েছেন। দলীয় সূত্রে খবর, এ নিয়ে গত কাল করিমগঞ্জের বিজেপি দফতরে গোপন বৈঠক হয়েছে। যদিও সরকারি ভাবে দলীয় নেতৃত্ব ওই বৈঠকের খবর স্বীকার করেননি।

Advertisement

বৈঠকে এক পুরসদস্য বহিষ্কৃত বিজেপি পুরসদস্যদের দলে ফেরানোর প্রস্তাব দেন। তিনি জানান, বহিষ্কৃত ৫ দলীয় সদস্য ছাড়া কোনও ভাবেই অনাস্থা ভোট জেতা সম্ভব নয়। এখন করিমগঞ্জ পুরসভায় ১২ জন কংগ্রেসের, বিজেপির ১০ এবং গেরুয়া দলের ৫ জন নিলম্বিত সদস্য রয়েছেন।

গত কালের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রদেশ বিজেপির উপ-সভাপতি মিশনরঞ্জন দাস। দলীয় সূত্রে খবর, বৈঠকে মিশনবাবু জানান, পুরসভার অনাস্থা পাশ করাতে না পেরে তিনি লজ্জিত। তাই যে ৫ সদস্য দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁরা লিখিত ভাবে ক্ষমা না চাইলে দলে ফেরানো সম্ভব নয়। কংগ্রেস থেকে বিজেপিতে
যোগ দেওয়া এক পুরসদস্য সাসপেন্ড বিজেপি নেতাদের দলে ফেরানোর প্রস্তাব দিয়েছিলেন। তা নাকচ করা হয়।

Advertisement

নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি থেকে সাসপেন্ড হওয়া এক পুরসদস্য জানান, পুরসভার অনাস্থা ভোট গোপন ব্যালটে করা হয়েছিল। দলীয় নেতৃত্ব কী ভাবে টের পেলেন যে তাঁরাই ‘ক্রস ভোটিং’ করেছিলেন। অযৌক্তিক কারণে তাঁদের দল থেকে সাসপেন্ড করা হয়। তাই লিখিত ভাবে দলের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর বক্তব্য, ‘‘ভুল করলে
ক্ষমা চাওয়া যায়। না হলে হাতজোড় করবো কেন?’’

জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য অবশ্য বৈঠকের কথা অস্বীকার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement