সরেনি বৃষ্টির জল

করিমগঞ্জ জেলার উঁচু এলাকা থেকে জল কিছুটা সরলেও, পরিস্থিতি বদলায়নি নিচু জায়গাগুলিতে। দক্ষিণ করিমগঞ্জে বিলবাড়ি, আসলকান্দি, কায়স্থগ্রাম, তকিপুর, ফারমপাশা, আঙ্গুরা, গাঙ্গপার এখনও প্লাবিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:২২
Share:

করিমগঞ্জ জেলার উঁচু এলাকা থেকে জল কিছুটা সরলেও, পরিস্থিতি বদলায়নি নিচু জায়গাগুলিতে। দক্ষিণ করিমগঞ্জে বিলবাড়ি, আসলকান্দি, কায়স্থগ্রাম, তকিপুর, ফারমপাশা, আঙ্গুরা, গাঙ্গপার এখনও প্লাবিত। উত্তর করিমগঞ্জ সমষ্টির গান্ধাই, কর্ণমধু, রাণিবাড়ি এলাকার ছবিও একই। প্রশাসন এ দিন বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement