Potholes

রাস্তার গর্ত বোজাচ্ছে পড়ুয়ারা, কংগ্রেস বিধায়ক জানালেন, আদতে ‘কী করছে’ বিজেপি সরকার

কংগ্রেস বিধায়ক আঙুল তুললেন রাজ্যের বিজেপি সরকারের দিকে। তাঁর কটাক্ষ, স্কুলে গেরুয়া রং করাতেই বেশি নজর দিয়েছে বিজেপি সরকার। অগত্যা পড়ুয়ারা তাই গর্ত বোজানোর কাজে হাত দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মাইসুরু শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৮:৪৪
Share:

রাস্তার গর্ত বোজানোর কাজ করছে পড়ুয়ারাই। ভিডিয়ো ভাইরাল। ছবি: টুইটার।

স্কুলের সামনে রাস্তায় বড় বড় গর্ত। সেই গর্ত বোজানোর কাজ করছে পড়ুয়ারাই। ভিডিয়ো পোস্ট করলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক প্রিয়াঙ্ক খড়্গে। আঙুল তুললেন রাজ্যের বিজেপি সরকারের দিকে। বিধায়কের কটাক্ষ, স্কুলে গেরুয়া রং করাতেই বেশি নজর দিয়েছে বিজেপি সরকার। অগত্যা পড়ুয়ারা তাই গর্ত বোজানোর কাজে হাত দিয়েছে।

Advertisement

ভিডিয়োটি মাইসুরুর হানসুর তালুকের এক সরকারি স্কুলের। তাতে দেখা গিয়েছে, খোয়া ফেলে রাস্তায় গর্ত বুজিয়ে চলেছে এক দল ছাত্র। লাঠি হাতে তাদের নির্দেশ দিচ্ছেন এক জন। সমাজমাধ্যম ব্যবহারকারীদের দাবি, ওই ব্যক্তি শিক্ষক। ভিডিয়ো পোস্ট করে কংগ্রেসের বিধায়ক লিখেছেন, ‘‘স্কুলে গেরুয়া রং করতে ব্যস্ত সরকার। আর ছাত্ররা রাস্তার গর্ত বুজিয়ে চলেছে। সরকার কিসে অগ্রাধিকার দিচ্ছে তা স্পষ্ট, প্রভুকে খুশি করে যাও।’’

জানা গিয়েছে, মাইসুরুর ওই স্কুলের সামনে রাস্তায় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা হচ্ছিল। বেশ কয়েক জন আহতও হয়েছিলেন। অভিযোগ, স্থানীয় পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের ওই কাজে নামতে বলা হয়। রাস্তায় পড়ে থাকা নির্মাণের খোয়া, সুরকি নিয়েই গর্ত বোজানোর কাজে হাত দেয় পড়ুয়ারা। সেই ভিডিয়ো এখন ভাইরাল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন