Stampede Outside Chinnaswamy

‘বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেখে বুক ফেটে যাচ্ছিল’! বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন উপমুখ্যমন্ত্রী

বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের বিজয়োৎসব বদলে গিয়েছে শোক-হাহাকারে! চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কেঁদেই ফেললেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৪:১৭
Share:

বেঙ্গালুরুর ঘটনা নিয়ে মুখ খুললেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের বিজয়োৎসব বদলে গিয়েছে শোক-হাহাকারে! চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কেঁদেই ফেললেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। বললেন, ‘‘বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছিল!’’ বিরোধীদের বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে উপমুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওদের (বিরোধীদের) যা ইচ্ছে ওরা করুক। আমি তালিকা ধরে বলে দিতে পারি, ওরা কত বার এ ভাবে মৃত্যু নিয়ে রাজনীতি করেছে। কিন্তু আমাদের ওই বাচ্চা ছেলেমেয়েগুলোর যন্ত্রণা দেখতে হল!’’

Advertisement

দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর অবশেষে ১৮ তম আইপিএল জিতেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলিদের সঙ্গে উৎসবে শামিল হতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ধাক্কাধাক্কিতে পদপিষ্টের ঘটনা ঘটেছে। আইপিএলের মতো রঙিন ক্রিকেটীয় মহাযজ্ঞের শেষটা ঢেকে গিয়েছে মৃত্যুর ধূসর ছায়ায়। মৃতদের মধ্যে বছর চোদ্দোর এক কিশোরী রয়েছে। রয়েছেন ১৭-১৮ বছরের দুই তরুণ এবং এক তরুণীও। বাকিদের বয়সও কুড়ির কোঠায়।

প্রশাসন ভিড় সামলাতে ব্যর্থ হওয়ায় বুধবারই ক্ষমা চেয়েছিলেন শিবকুমার। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘এটা ঠিক হল না। এতটা ভিড় হবে আমরা বুঝতে পারিনি। স্টেডিয়ামে ৩৫ হাজার লোক ধরে। কিন্তু ওখানে প্রায় তিন লাখ লোখ চলে এসেছিল। গেট ভেঙে গিয়েছিল। আমি ক্ষমা চাইছি। এই ঘটনাটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।’’ উপমুখ্যমন্ত্রী জানান, বেঙ্গালুরুর ঘটনার শোকে শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে শুধু মন্ত্রিসভার বৈঠক হবে।

Advertisement

দুঃখপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘‘বেঙ্গালুরুর ঘটনা ভীষণই মর্মান্তিক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা রইল। প্রার্থনা করছি, আহতেরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’ শোকপ্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘‘যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের সময় বেঙ্গালুরুর মানুষের পাশে রয়েছি। কর্নাটক সরকার বিপর্যস্ত পরিবারগুলির পাশে থাকবে।’’

মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। আরসিবি এবং কর্নাটকের রাজ্য ক্রিকেট সংস্থা কেএসসিএ যৌথ ভাবে মৃতদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘‘দলকে স্বাগত জানাতে গিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কথা আমরা প্রচারমাধ্যম মারফত জানতে পেরেছি, তাতে আমরা শোকাহত। সবার নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement