National News

বেঙ্গালুরুর রিসর্টকে জরিমানার ৯৮২ কোটি টাকা জমার নির্দেশ কর্নাটকের

বেঙ্গালুরুর অদূরে প্রায় ৭৭ একর জমির ওপর রয়েছে রিসর্টটি। গত সপ্তাহ থেকে সেখানেই রয়েছেন গুজরাত কংগ্রেসের ৪৪ জন বিধায়ক। অভিযোগ, আগামী সপ্তাহে রাজ্যসভার নির্বাচনের আগে তাঁরা যাতে বিজেপি শিবিরে যোগ না দেন সে জন্য তাঁদের ওই ‘রিসর্ট-বন্দি’ করে রাখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১৫:৪৪
Share:

গুজরাত কংগ্রেসের বিধায়কদের বেঙ্গালুরুর এই রিসর্টেই রাখা হয়েছে। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর একটি বেসরকারি রিসর্টকে জরিমানার ৯৮২ কোটি টাকা জমা দিতে বলল কর্নাটক সরকার। ২৭ জুলাই কর্নাটকের ক্যাবিনেট বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।

Advertisement

বেঙ্গালুরুর অদূরে প্রায় ৭৭ একর জমির ওপর রয়েছে রিসর্টটি। গত সপ্তাহ থেকে সেখানেই রয়েছেন গুজরাত কংগ্রেসের ৪৪ জন বিধায়ক। অভিযোগ, আগামী সপ্তাহে রাজ্যসভার নির্বাচনের আগে তাঁরা যাতে বিজেপি শিবিরে যোগ না দেন সে জন্য তাঁদের ওই ‘রিসর্ট-বন্দি’ করে রাখা হয়েছে। গুজরাত থেকে রাজ্যসভার প্রার্থী হয়েছেন সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল। তাঁকে হারানোর জন্যই গুজরাতের কংগ্রেস বিধায়কদের টাকা দিয়ে কেনার অভিযোগ উঠেছে বিজেপি’র বিরুদ্ধে। আর তা ঠেকাতেই দলের ৪৪ জন বিধায়ককে গাঁধীনগর থেকে নিয়ে এসে কর্নাটকে ‘রিসর্ট-বন্দি’ করেছে গুজরাত কংগ্রেস। যদিও বিধায়ক কেনার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন

Advertisement

৯০ লাখের মাটি বিক্রি করে সরকারের ঘরে এল ১০!

২০১২ সালে বেঙ্গালুরুর অদূরে এই রিসর্ট চালু করেন অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী মেদা অশোক কুমার। সেই সময় কর্নাটকের বিজেপি সরকারের থেকে ৮২ কোটি ৬৯ লক্ষ টাকার বিনিময়ে ওই ৭৭ একর জমি পান তিনি। পর্যটন দফতরের নীতি অনুযায়ী, এতে ১০০ শতাংশ কর ছাড়ও পেয়েছেন ওই রিসর্ট কর্তৃপক্ষ। তবে রাজ্যের রাজস্ব দফতর সম্প্রতি জমির দর অনুযায়ী মোট ৯৮২ কোটি টাকা দাবি করেছে। তা নিয়ে মামলাও রুজু করা হয় সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন

সুটকেস খুলতেই দেখা গেল তরুণীর মুন্ডুহীন দেহ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন