হানাদার কারা

কেন কোনও সংস্থা নিজেদের জার্সি পরিয়ে ঢিল ছুড়তে পাঠাবে! প্রশ্ন এড়িয়ে যান কালভি। রিলায়্যান্স অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৩:১৪
Share:

পাথরবৃষ্টির মধ্যে বাসের ভিতরের ছবি। গুরুগ্রামে। ফাইল চিত্র।

গুরুগ্রামে স্কুল বাসে হামলায় দায় অস্বীকার করতে গিয়ে করণী সেনার লোকেন্দ্র সিংহ কালভি আজ একটি ভিডিওর কথা তুলে বলেন, ‘‘সেটিতে দেখা গিয়েছে দু’টি মোটরবাইকে আসা ৪ হামলাকারী রিলায়্যান্স ফ্রেশ সংস্থার গেঞ্জি পরে ছিল।’’

Advertisement

পরমুহূর্তেই গোটা ঘটনার দায় ভন্সালীর উপর চাপান কালভি, ‘‘প্রচারের উদ্দেশ্যে ভন্সালীও ওই কাজ করাতে পারেন।’’ পরেই অবশ্য বলেন, ‘‘আমি কারও দিকেই আঙুল তুলতে চাই না। তবে ষড়যন্ত্র চলছে। তাই গোটা ঘটনাটি বিচারপতি বা সিবিআইয়ের মতো শীর্ষ গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। সত্য বেরিয়ে আসবে।’’ কেন কোনও সংস্থা নিজেদের জার্সি পরিয়ে ঢিল ছুড়তে পাঠাবে! প্রশ্ন এড়িয়ে যান কালভি। রিলায়্যান্স অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement