M K Stalin

নয়া দল গড়ে বিজেপি-র সহযোগী, ইঙ্গিত করুণানিধির ছেলে আলাগিরির

২০১৪ সালের লোকসভা ভোটের আগে করুণানিধি ডিএমকে থেকে বহিষ্কার করেছিলেন আলাগিরিকে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৯:৫৭
Share:

এম কে আলাগিরি— ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক দলের ‘আবির্ভাব’ ঘটতে চলেছে তামিলনাড়ুতে। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে-র নেতা এম করুণানিধির মেজ ছেলে এম কে আলাগিরির ইঙ্গিত, নয়া দল গড়ে বিজেপি-র সঙ্গে জোট বাঁধতে চলেছেন তিনি।

Advertisement

রাজনৈতিক সূত্রের খবর, নয়া দলের নাম হবে ‘কলাইনার দ্রাবিড় মুনেত্রা কাজাঘম’ (কেডিএমকে)। প্রয়াত করুণানিধি তাঁর অনুগামীদের কাছে ‘কলাইনার’ নামে পরিচিত ছিলেন। সোমবার আলাগিরি শিবিরের তরফে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) মাদুরাইতে একটি সম্মেলন আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে।

বিজেপি সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এনডিএ জোটে সামিল হতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আলাগিরি। প্রসঙ্গত, ডিএমকে-তে থাকাকালীন মাদুরাই-সহ দক্ষিণ তামিলনাড়ুর জেলাগুলির দায়িত্ব ছিল আলাগিরির কাঁধে। তিনি নিজেও বহু বছর ধরেই মাদুরাইয়ের বাসিন্দা।

Advertisement

আরও পড়ুন: অকেজো অঙ্গ হয়ে গিয়েছে নিরাপত্তা পরিষদ, রাষ্ট্রপুঞ্জে ক্ষোভ ভারতের

প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের সঙ্গেই তামিলনাড়ুতে বিধানসভা ভোট হওয়ার কথা। দক্ষিণ ভারতের ওই রাজ্যে প্রধান দুই আঞ্চলিক দল ডিএমকে এবং এডিএমকে-র সঙ্গে যুঝতে ইতিমধ্যেই তৎপর হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি জনপ্রিয় তামিল অভিনেত্রী খুশবু সুন্দর কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারের নীচে, চার মাসে দেশে সর্বনিম্ন

করুণানিধির জীবদ্দশাতেই রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে ভাই স্ট্যালিনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন আলাগিরি। করুণানিধি দলীয় নেতৃত্বের ‘ব্যাটন’ সেজ ছেলে স্ট্যালিনের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণার পরে আলাগিরি প্রকাশ্যে সরব হয়েছিলেন। তার জেরে ২০১৪ সালের লোকসভা ভোটের আগে ডিএমকে থেকে বহিষ্কৃত হন তিনি। ২০১৮ সালে করুণানিধির মৃত্যুর পরে আলাগারি ডিএমকে-তে ফেরার চেষ্টা করলেও বাদ সাধেন দলের নয়া সভাপতি স্ট্যালিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন