টাইগারের সঙ্গে দেখা, প্রশ্নের মুখে বিধায়ক

১৯৯৩-এর মুম্বই হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে তাঁর সঙ্গে টাইগার মেমনের দেখা হয়েছিল দাবি করে বিতর্কে জড়ালেন জম্মু-কাশ্মীরের কংগ্রেস বিধায়ক উসমান মজিদ। বিধায়কের দাবি, টাইগার তার কাছে স্বীকার করেছিল, মুম্বই দাঙ্গার প্রতিশোধ নিতেই সে হামলা চালিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৪:১৩
Share:

১৯৯৩-এর মুম্বই হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে তাঁর সঙ্গে টাইগার মেমনের দেখা হয়েছিল দাবি করে বিতর্কে জড়ালেন জম্মু-কাশ্মীরের কংগ্রেস বিধায়ক উসমান মজিদ। বিধায়কের দাবি, টাইগার তার কাছে স্বীকার করেছিল, মুম্বই দাঙ্গার প্রতিশোধ নিতেই সে হামলা চালিয়েছিল। সেই সঙ্গে তার ভাই ইয়াকুব আত্মসমর্পণ করায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল টাইগার। তার আশঙ্কা ছিল আইএসআই তাকে মেরে ফেলতে পারে।

Advertisement

বৃহস্পতিবার ফাঁসি হয় ইয়াকুবের। শুক্রবারই প্রাক্তন জঙ্গি তথা বান্দিপোরার বিধায়ক মজিদের দাবি, ‘‘১৯৯৩-এ টাইগারের সঙ্গে দু’-তিন বার দেখা হয়েছিল। জানতে চাই কেন সে হামলা চালিয়েছিল?’’ মজিদের দাবি, টাইগার জানায়, বাবরি মসজিদ ধ্বংসের পরে দাঙ্গাই তার কারণ। মুম্বই দাঙ্গার সময় মহিলা-সহ কয়েক জন তার কাছে কান্নাকাটি করেন। ফলে টাইগার আবেগপ্রবণ হয়ে হামলার ছক কষে। মজিদের দাবি, টাইগার জানিয়েছিল, হামলায় আইএসআই সাহায্য করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement