শিক্ষক-মৃত্যুতে স্তব্ধ কাশ্মীর

পুলওয়ামা হামলায় জড়িত থাকার অভিযোগে রিজ়ওয়ানকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৩:১৭
Share:

বৃষ্টি থেকে বাঁচতে স্তব্ধ শ্রীনগরে সিআরপি জওয়ানদের আশ্রয় দোকানের কাছে। ছবি: পিটিআই।

পুলিশ হেফাজতে শিক্ষক আসাদ রিজ়ওয়ান পণ্ডিতের মৃত্যু ঘিরে আজ স্তব্ধ রইল উপত্যকা।

Advertisement

পুলওয়ামা হামলায় জড়িত থাকার অভিযোগে রিজ়ওয়ানকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁকে পুলিশ হেফাজতে ‘ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে বলে দাবি ওই শিক্ষকের পরিবারের। ঘটনার প্রতিবাদে এ দিন হরতালের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদীরা। শ্রীনগর-সহ উপত্যকার সব শহরেই বন্ধ ছিল স্কুল-কলেজ, দোকানপাট। দক্ষিণ কাশ্মীরে বন্ধ রাখা হয়েছিল মোবাইল ইন্টারনেট। বিক্ষোভের আশঙ্কায় শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরে মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনী। সরকারি যানবাহন চলেনি। তবে যাতায়াত করেছে ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটো।

কাশ্মীরি ব্যবসায়ী শাকিল কালান্দরের মতে, ‘‘হরতাল আর কার্ফুর জেরে গত তিন দশকে কাশ্মীরে ২ লক্ষ ২০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা দেশের অন্য প্রান্তে সরে যাচ্ছেন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement