কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ২ জঙ্গি

রাতভর জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে নিহত হল দুই জঙ্গি। রবিবার গভীর রাতে কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে সূত্রের খবর, নিহত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ১২:১৮
Share:

রাতভর জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে নিহত হল দুই জঙ্গি। রবিবার গভীর রাতে কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে সূত্রের খবর, নিহত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর।

Advertisement

সোমবার সকালে ওই একই জায়গায় এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম আসিফ আহমেদ তান্ত্রে। এ দিন আসিফের দেহ উদ্ধারের পরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তাঁদের অভিযোগ, ঠান্ডা মাথায় আসিফকে গুলি করে হত্যা করেছে সেনা। তবে পুলিশের দাবি, সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নয়, অন্য কোনও ভাবে গুলিবিদ্ধ হয়েছেন আসিফ। পুলিশ জানিয়েছে, আসিফের মৃত্যুর প্রতিবাদে রেডওয়ানি বালা এলাকায় বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভ থামাতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় তাঁদের। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement