Delhi liquor policy case

চন্দ্রশেখর-কন্যার অনুরোধে সাড়া ইডির, বৃহস্পতিবার নয়, শনিবারেই আবগারি দুর্নীতি নিয়ে জেরা কবিতাকে

দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন আপ নেতা সিসৌদিয়া। ইডি সূত্রে খবর, এই দুর্নীতিতে নাম জড়িয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কন্যা কবিতারও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৭:৫১
Share:

শনিবার কবিতাকে জেরা করবে ইডি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের কন্যা কে কবিতার আর্জি মেনে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার বিআরএস নেত্রীকে দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আধিকারিকরা। কিছু দিন আগেই কবিতাকে সমন পাঠিয়ে বৃহস্পতিবার দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়। যদিও ইডির কাছে কিছুটা সময় চেয়েছিলেন কবিতা। তার সেই আবেদন মেনে নিল ইডি।

Advertisement

দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। বৃহস্পতিবার তিহাড় জেলে তাঁকে এই বিষয়ে বেশ কিছুক্ষণ জেরা করেন তদন্তকারীরা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে কবিতারও।

Advertisement

সূত্রের খবর, আবগারি দুর্নীতিকাণ্ডে কবিতাকে হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডি আধিকারিকেরা। গত সোমবার ইডি বর্ণিত ‘দক্ষিণ লবি’র অন্যতম অরুণ গ্রেফতার হন। এ বার কবিতাকে তাঁর সামনে বসিয়ে জেরা করতে চায় ইডি। তাতে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও একে রাজনৈতিক ভাবে বিরোধীদের ভয় পাওয়ানোর কৌশলের সঙ্গে যুক্ত করেছেন কেসিআর-কন্যা। বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, আগামী ১০ মার্চ দিল্লির যন্তরমন্তরে একটি ধর্না কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই কর্মসূচিতে বিজেপি বিরোধিতার সুর আরও চড়া করা হবে। সেই কারণেই পূর্বঘোষিত কর্মসূচির ঠিক আগের দিন তাঁকে কেন্দ্রীয় তদন্তকারীরা ডেকে পাঠালেন বলেও দাবি করেন তিনি। শুক্রবার দিল্লির যন্তরমন্তরে কবিতার কর্মসূচিতে যোগ দিতে পারে কংগ্রেস, তৃণমূল-সহ কমবেশি সব বিরোধী দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন