কেজরীই পঞ্জাবের মুখ্যমন্ত্রী: সিসৌদিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেব পূর্ণরাজ্যের অধিকারের দাবিতে সব সময়েই বিতর্কে জড়াতে দেখা যায় তাঁকে। সেই অরবিন্দ কেজরীবালকেই এ বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরল আম আদমি পার্টি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০১:৪৫
Share:

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেব পূর্ণরাজ্যের অধিকারের দাবিতে সব সময়েই বিতর্কে জড়াতে দেখা যায় তাঁকে। সেই অরবিন্দ কেজরীবালকেই এ বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরল আম আদমি পার্টি। দলের শীর্ষস্থানীয় নেতা ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া সে রাজ্যে ভোটের প্রচারে গিয়ে মন্তব্য করেছেন, ‘‘পঞ্জাবের ভোটাররা ভেবে নিতে পারেন, ফেব্রুয়ারির ৪ তারিখ তাঁরা কেজরীবালকেই তাঁদের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে ভোট দিচ্ছেন।’’ চণ্ডীগড়ের কাছে মোহালিতে একটি সভায় আপের দ্বিতীয় শীর্ষ নেতা এ কথা বলার পরে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

দিল্লির ভোটে নরেন্দ্র মোদী ঝড় থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন কেজরীবাল। দিল্লি ছাড়াও দেশের আর যে রাজ্যে তাদের সাফল্য মিলেছে, তার মধ্যে রয়েছে পঞ্জাব। গত লোকসভা ভোটে পঞ্জাবে ৪টি আসনও জিতে নিয়েছিল আপ। ফলে এ বার সে রাজ্যের বিধানসভা ভোটে অন্য দলগুলিকে রীতিমতো টক্কর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে আপ। কেজরীবাল নিজে পঞ্জাবে ভোটের প্রচারে যাচ্ছেন। এই পরিস্থিতিতেই সিসৌদিয়ার মন্তব্যে জল্পনা বেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন