মমতাকে চিঠি কেজরীবালের

আদালতের পাশাপাশি কেন্দ্রের সঙ্গে রাজনৈতিক স্তরেও লড়াই চালাতে চান আম আদমি পার্টি (আপ) নেতৃত্ব। আমলা নিয়োগ নিয়ে উপ-রাজ্যপাল নজীব জঙ্গের পক্ষে কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরবিন্দ কেজরীবাল। আমলা নিয়োগ নিয়ে জঙ্গের পক্ষে কেন্দ্রের বিজ্ঞপ্তি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত বলে চিঠিতে জানিয়েছেন তিনি। সম্প্রতি টুইটারে কেজরীবালের সমর্থনে কিছু মন্তব্য করেছিলেন মমতা। কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে কেজরীবাল সরকার। ইতিমধ্যেই হাইকোর্ট কেন্দ্রের বিজ্ঞপ্তি সন্দেহজনক বলে মন্তব্য করেছে। তাই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:০২
Share:

আদালতের পাশাপাশি কেন্দ্রের সঙ্গে রাজনৈতিক স্তরেও লড়াই চালাতে চান আম আদমি পার্টি (আপ) নেতৃত্ব। আমলা নিয়োগ নিয়ে উপ-রাজ্যপাল নজীব জঙ্গের পক্ষে কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরবিন্দ কেজরীবাল। আমলা নিয়োগ নিয়ে জঙ্গের পক্ষে কেন্দ্রের বিজ্ঞপ্তি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত বলে চিঠিতে জানিয়েছেন তিনি। সম্প্রতি টুইটারে কেজরীবালের সমর্থনে কিছু মন্তব্য করেছিলেন মমতা। কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে কেজরীবাল সরকার। ইতিমধ্যেই হাইকোর্ট কেন্দ্রের বিজ্ঞপ্তি সন্দেহজনক বলে মন্তব্য করেছে। তাই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement