নিপা মোকাবিলায় আন্তর্জাতিক স্বীকৃতি বিজয়ন সরকারের

নিপার হানায় গত মে মাসে কেরলে মৃত্যু হয়েছিল ১৭ জনের। কিন্তু রোগ মোকাবিলায় রাজ্য সরকার তারিফ করার মতো পদক্ষেপ করেছে বলে মনে করছেন মার্কিন ওই প্রতিষ্ঠানের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ০৩:৫০
Share:

পিনারাই বিজয়ন

নিপা ভাইরাস মোকাবিলায় কৃতিত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেল কেরলের বাম সরকার। বাল্টিমোরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার হাতে পুরস্কার তুলে দিয়েছে ইনস্টিটিউট অফ হিউম্যান ভাইরোলজি।

Advertisement

নিপার হানায় গত মে মাসে কেরলে মৃত্যু হয়েছিল ১৭ জনের। কিন্তু রোগ মোকাবিলায় রাজ্য সরকার তারিফ করার মতো পদক্ষেপ করেছে বলে মনে করছেন মার্কিন ওই প্রতিষ্ঠানের কর্তারা। বিজয়নের বক্তব্য, নিপার প্রাদুর্ভাব তাঁদের চিন্তায় ফেলেছিল। কিন্তু রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন রোগ সামাল দেওয়ার জন্য।

প্রসঙ্গত, ১৩ দিনের মার্কিন সফরে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। কেরল সরকারের স্বীকৃতি পাওয়ার প্রসঙ্গকে হাতিয়ার করেই এ রাজ্যে ডেঙ্গি-প্রশ্নে ফের সরব হয়েছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বিজয়ন ও কেরল সরকারকে অভিনন্দন। কেরল রোগ স্বীকার করেছে এবং তার মোকাবিলায় পদক্ষেপ করেছে। আর বাংলায় ডেঙ্গি হলে এখানকার রাজ্য সরকার শুধু অস্বীকার করে চলে!’’

Advertisement

আরও পড়ুন: যোগীর নিশানায় প্রতিবাদী শিক্ষাবিদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement