Kerala Man Killed in Jordan

‘আমার জন্য প্রার্থনা করো’! শেষ ফোনে স্ত্রীকে বলেন ইজ়রায়েলে অনুপ্রবেশের সময়ে নিহত কেরলের শ্রমিক

পেরেরা কেরলের থুম্বার বাসিন্দা। সেখানে অটো চালাতেন তিনি। ‘ভিজিটরস ভিসা’-য় জর্ডনে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৮:৪১
Share:

টমাস গ্যাব্রিয়েল পেরেরা। ছবি: সংগৃহীত।

শেষ বার স্ত্রীকে ফোন করে মিনিট দুই কথা বলেছিলেন টমাস গ্যাব্রিয়েল পেরেরা। বার বার জানিয়েছিলেন, তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। স্বামীর কথা শোনার পর থেকে প্রার্থনাই করে গিয়েছিলেন স্ত্রী। যদিও তাঁর সেই প্রার্থনায় কাঙ্ক্ষিত ‘ফল’ মেলেনি। জর্ডন থেকে সীমান্ত পেরিয়ে ইজ়রায়েলে প্রবেশের সময় রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন পেরেরা। অভিযোগ, জর্ডন থেকে বেআইনি ভাবে সীমান্ত পার হয়ে ইজরায়েলে অনুপ্রবেশ করছিলেন তিনি। পরিবারের দাবি, পেরেরা যে জর্ডন গিয়েছেন, তা তাঁরা জানতেন। তবে বেআইনি ভাবে ইজ়রায়েলে প্রবেশের পরিকল্পনার কথা জানতেন না। জর্ডনে ভারতীয় দূতাবাস পেরেরার মৃত্যুর খবর তাঁদের জানিয়েছে।

Advertisement

পেরেরা কেরলের থুম্বার বাসিন্দা। সেখানে অটো চালাতেন তিনি। ‘ভিজিটরস ভিসা’-য় জর্ডনে গিয়েছিলেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ইজ়রায়েলে প্রবেশের সময় জর্ডনের সীমান্তরক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। রবিবার জর্ডনের ভারতীয় দূতাবাস পেরেরার মৃত্যুর খবর জানিয়েছে। তাদের তরফে আরও জানানো হয়, পেরেরা পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জর্ডন থেকে তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য সে দেশের সরকারের সঙ্গেও কথা বলেছে তারা।

পেরেরার সঙ্গে তাঁর এক আত্মীয় এডিসনও সীমান্ত পার হয়ে ইজরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। রক্ষীদের গুলিতে তিনি আহত হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ভারতে পাঠানো হয়েছে। তিনি মেনামকুলামের বাসিন্দা। পেরেরার মাথায় গুলি লেগেছিল। তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর স্ত্রী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘শেষ যখন ফোন এসেছিল, মাত্র দু’মিনিট তিনি কথা বলেছিলেন। বার বার বলেছিলেন, তাঁর জন্য প্রার্থনা করতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement