Football

‘পাঁচ মিনিট দাও, শেষ করে আসি’, বিয়ের আসর ছেড়ে কোথায় গেলেন এই যুবক!

খেলা শেষের আগেই দলের হয়ে পরিবর্ত হিসেবে মাঠে নামার জন্য হবু স্ত্রীয়ের থেকেই অনুমতি চেয়ে ছুটলেন মাঠে। ফুটবল পাগল এই যুবকের এমন কীর্তির কথা নিজে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৯
Share:

প্রতীকি চিত্র। ছবি: শাটারস্টক

ফুটবল নিয়ে অনেক রকম পাগলামির গল্প শোনা যায়। কিন্তু কেরলের রিদবানের গল্পটা আগের যে কোনও পাগলামিকেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। বিয়ের দিনেই পড়ে গিয়েছিল স্থানীয় লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই উত্তেজনা চেপে রাখতে পারছিলেন না ভিতরে। টিম লিস্টে নাম আছে তাঁর, অথচ মাঠে নেই তিনি। নিজের সঙ্গে লড়াইটা অবশ্য শেষ মুহূর্ত অবধি চালিয়ে যেতে পারেননি। খেলা শেষের আগেই দলের হয়ে পরিবর্ত হিসেবে মাঠে নামার জন্য হবু স্ত্রীয়ের থেকেই অনুমতি চেয়ে ছুটলেন মাঠে। ফুটবল পাগল এই যুবকের এমন কীর্তির কথা নিজে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরও।

Advertisement

জানা যাচ্ছে যে, কেরলের মল্লপুরমে সেভেন-এস নামের ফুটবল প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। ওই প্রতিযোগিতাতেই ‘ফিফা মেঞ্জেরি’ দলের সদস্য রিদবান। রক্ষণ বিভাগের খেলোয়াড় রিদবানের নাম-ডাকও আছে স্থানীয় এলাকায় ফুটবলার হিসেবে। সেভেন-এস ফুটবল প্রতিযোগিতায় প্রতি দলে ১১ জনের বদলে ৭ জন করে খেলোয়াড় থাকেন। তাই শেষ মুহূর্তে দলের রক্ষণ ভাগের প্রহরী রিদবান আর আটকাতে পারেননি নিজেকে। দলের প্রতি দায়বদ্ধতায় ও ফুটবলের প্রতি ভালবাসাতে ছুটে গেছেন মাঠে।

তাঁর এই কীর্তিতে স্বাভাবিক ভাবেই বেশ অসন্তুষ্ট হয়েছেন তাঁর হবু স্ত্রী, কিন্তু দরাজ সার্টিফিকেট মিলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর থেকে। রিদবানের সঙ্গে দেখা করতে চান বলে টুইটও করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: প্রজাতন্ত্রে নারীশক্তির জয়জয়কার

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে রাহুলকে এড়ালেন প্রধানমন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement