Lifetime Sentence

প্রতিবেশীকে চেলাকাঠ দিয়ে পিটিয়ে খুন করে আজীবন কারাদণ্ড পেলেন ঘাটালের যুবক, সঙ্গে জরিমানাও

তিন বছর আগে ১৪ মে রাতে অসিত মাইতি নামে এক প্রতিবেশীকে চেলাকাঠ দিয়ে মাথায় আঘাত করেন সৌরভ গিরি নামে এক যুবক। কলকাতার হাসপাতালে মারা যান ওই প্রৌঢ়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সামান্য বিতণ্ডা থেকে প্রতিবেশীকে কুপিয়ে মেরেছিলেন। তিন বছর পর সেই মামলায় শাস্তি পেলেন এক যুবক। মঙ্গলবার তাঁর আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

Advertisement

আদালত সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের মে মাসে। অভিযুক্তের নাম সৌরভ গিরি ওরফে তুফান। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার কিসমৎ গ্রামে। তিন বছর আগে ১৪ মে রাতে অসিত মাইতি নামে এক প্রতিবেশীকে চেলাকাঠ দিয়ে মাথায় আঘাত করেন সৌরভ। প্রৌঢ়ের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে যান। আহত অসিতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এর পর তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের।

ওই ঘটনার পরের দিনই দাসপুর থানায় অভিযোগ জানায় মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে সৌরভকে গ্রেফতার করে পুলিশ। ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক ময়ূখ মুখোপাধ্যায়ের এজলাসে শুরু হয় বিচারপর্ব। মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর সোমবার আসামিকে দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা করেছেন। আদালতের নির্দেশ, ৩০২ ধারায় খুনের মামলায় দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হবে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে তাঁকে। অনাদায়ে আরও ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement