Kerala

ছাত্রীকে জড়িয়ে ধরায় সাসপেন্ড ছাত্র কোর্টের দ্বারস্থ

দ্বাদশ শ্রেণির ছাত্রটির পাশাপাশি ওই ছাত্রীটিকেও সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:৫২
Share:

প্রতীকী ছবি।

স্কুলের সিঁড়িতে এক ছাত্রীকে জড়িয়ে ধরেছিল সে। পরীক্ষায় ভাল ফল করার জন্য তাকে শুভেচ্ছা জানাতেই এমনটা করেছিল স্কুলেরই এক ছাত্র।

Advertisement

কিন্তু, বিষয়টি মোটেই ভাল চোখে নেয়নি কর্নাটকের সেন্ট টমাস সেন্ট্রাল স্কুল। শাস্তিস্বরূপ অনির্দিষ্ট কালের জন্য দ্বাদশ শ্রেণির ওই ছাত্রটিকে সাসপেন্ড করে দেয় স্কুল।

মাস পাঁচেক আগের এই ঘটনায় এ বার কেরল হাইকোর্টে আবেদন করল ওই ছাত্র এবং তার পরিবার। পরিবারের দাবি, কয়েক দিন বাদে বোর্ডের পরীক্ষা। কিন্তু, স্কুলে যেতে না পারার কারণে সে পরীক্ষায় বসতে পারবে না। কারণ তার স্কুলে উপস্থিতির হার কম। বিষয়টি নিয়ে যেন দ্রুত পদক্ষেপ করা হয়।

Advertisement

দ্বাদশ শ্রেণির ছাত্রটির পাশাপাশি ওই ছাত্রীটিকেও সাসপেন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের মধ্যে এ কাজ কোনও ভাবেই সমর্থন করা হয় না। এটা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ।

আরও পড়ুন: নয়া ৫০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে ৫০০০ কোটি: কেন্দ্র

ওই ছাত্রের দাবি, ‘‘কেবলমাত্র শুভেচ্ছা জানাতেই ছাত্রীটিকে জড়িয়ে ধরেছিল সে। তার অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’’

এই ধরণের খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement