Biggest Lollipop

Biggest Lollipop: বিশ্বের সবচেয়ে বড় ললিপপ বানিয়ে নেটদুনিয়া মাত করছেন কেরলের ফিরোজ

কী ভাবে ললিপপ বানালেন, তার পুরো প্রক্রিয়াটি ইউটিউবে শেয়ার করেছেন ফিরোজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৬:২১
Share:

ফিরোজের তৈরি সেই ললিপপ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিশ্বের সবচেয়ে বড় ললিপপ! ২৫ কেজি ওজন। এমন এক লজেন্স বানিয়ে তাক লাগিয়ে দিলেন কেরলের এক ইউটিউবার ফিরোজ চুট্টিপারা।

Advertisement

কী ভাবে ললিপপ বানালেন, তার পুরো প্রক্রিয়াটি ইউটিউবে শেয়ার করেছেন ফিরোজ। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ৯ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফিরোজ এবং তাঁর এক সঙ্গী একটা বড় পাত্রে চিনি ঢেলে তা জল দিয়ে ফুটিয়ে তা মধ্যে রং এবং গন্ধ মিশিয়ে একটি বড় মাটির পাত্রে ঢালছেন। তার মধ্যে একটা সাদা রঙের পাইপ ঢুকিয়ে তা ঠান্ডা করার জন্য রেখে দেন ১২ ঘণ্টা।

১২ ঘণ্টা পর সেই মাটির পাত্রটি ভাঙতেই ছোট ললিপপের হুবহু বড় সংস্করণ বেরিয়ে আসে। বিশাল মাপের সেই ললিপপ এখন নেটদুনিয়া মাতাচ্ছে। অনেকেই বলছেন, শৈশবের এক টুকরো স্মৃতি ফিরিয়ে দিলেন ফিরোজ। কিন্তু এত বড় ললিপপ খাবেন কে, তা নিয়ে কোনও উত্তর নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement