খাপলাং জঙ্গি ধৃত

ডিমা হাসাওয়ে ধরা পড়ল খাপলাং বাহিনীর দুই মহিলা জঙ্গি। পুলিশ সূত্রে খবর, গত কাল রাত ২টো নাগাদ আসাম রাইফেলস ও হাফলং পুলিশের যৌথ বাহিনী লোদি গ্রামে অভিযান চালায়। সেখানে আজুইলে কুয়ামে ও সনিংলে পামে নামে দুই জঙ্গি ধরা পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০৩:১৬
Share:

ডিমা হাসাওয়ে ধরা পড়ল খাপলাং বাহিনীর দুই মহিলা জঙ্গি। পুলিশ সূত্রে খবর, গত কাল রাত ২টো নাগাদ আসাম রাইফেলস ও হাফলং পুলিশের যৌথ বাহিনী লোদি গ্রামে অভিযান চালায়। সেখানে আজুইলে কুয়ামে ও সনিংলে পামে নামে দুই জঙ্গি ধরা পড়ে। জঙ্গিরা জানিয়েছে, তোলা আদায় করতে তারা এসেছিল। তাদের ওই নির্দেশ দিয়েছিল খাপলাং নেতা আজুয়া। ডিমা হাসাওয়ের নাগা অধ্যুষিত গ্রামগুলিতেও দু’জনের যাওয়ার কথা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement