National news

সার্জারির পর ইমানকে কী খেতে দেওয়া হচ্ছে জানেন?

মুম্বই আসার আগে যখন ডায়েটে ছিলেন তখনও সকাল-বিকেল চিকেন স্যান্ডউইচটা অন্তত জুটত তাঁর। কিন্তু সার্জারির পর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তরল প্রোটিন খেয়েই দিন কাটছে ইমানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১৮:৪৪
Share:

হাসপাতালে চিকিৎসাধীন ইমান। —ফাইল চিত্র।

মুম্বই আসার আগে যখন ডায়েটে ছিলেন তখনও সকাল-বিকেল চিকেন স্যান্ডউইচটা অন্তত জুটত তাঁর। কিন্তু সার্জারির পর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তরল প্রোটিন খেয়েই দিন কাটছে ইমানের।

Advertisement

মার্চের ৭ তারিখে মুম্বইয়ের সইফি হাসপাতালে সার্জারি হয় ইমানের। মিশরের কায়রো থেকে মুম্বইয়ে উড়িয়ে আনার পর গত তিন সপ্তাহে ১০৮ কিলোগ্রাম ওজন কমেছে তাঁর। আরও ২০০ কিলোগ্রাম ওজন কমানোর তোড়জোড় শুরু করেছেন চিকিৎসকেরা। তাই কড়া ডায়েটের মধ্যে ইমানকে রেখেছেন চিকিৎসকেরা। সারাদিনে ইমান কী কী খাচ্ছেন জানেন?

প্রতি ২ ঘণ্টা অন্তর কোনওরকম ফ্লেভার ছাড়া সয়ামিল্ক খেতে দেওয়া হচ্ছে তাঁকে। ক্যালোরির চাহিদা মেটানোর জন্য এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ৪৫ মিলিলিটার মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড। দেওয়া হচ্ছে আরও বেশ কিছু তরল খাবারও। সব মিলিয়ে দৈনন্দিন ১৭৫০ কিলো ক্যালোরি ২০০ গ্রাম প্রোটিন খেতে দেওয়া হচ্ছে তাঁকে। ৬ থেকে ৮ মাস এই কঠিন ডায়েটের মধ্যে থাকলে ইমান আরও ২০০ কিলো ওজন কমাতে পারবে বলে চিকিৎসকেরা জানান।

Advertisement

আরও পড়ুন: শুটিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত জিত্, দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন