প্যাংগং হ্রদে সুপারবাইক নিয়ে কেরামতি ইউটিউবারের। ছবি: সংগৃহীত।
লাদাখে প্যাংগং হ্রদে সুপারবাইক নামিয়ে কেরামতি দেখানোয় ইউটিউবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল প্রশাসন। তাঁর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইউটিউবারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ এবং ২৯২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও নিজের জীবনের পাশাপাশি অপরের জীবন বিপন্ন করার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। লেহ পুলিশ তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, প্যাংগং হ্রদের নিষিদ্ধ এলাকায় ঢুকে বাইক নিয়ে কেরামতি দেখানোর অভিযোগে এক ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুধু প্যাংগং হ্রদই নয়, নুবরা ভ্যালিতেও একই কাজ করেছেন, যা পুরোপুরি নিয়মবিরুদ্ধ।
ইউটিউবারের এই ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। লেহ পুলিশ এবং প্রশাসনের তরফে পর্যটকদের উদ্দেশে জানানো হয়েছে, তাঁরা যেন কোনও ভাবেই এমন কাজ না করেন যা লাদাখের বাস্তুতন্ত্রের উপর কোনও রকম প্রভাব পড়ে।
জানা গিয়েছে, এই ইউটিউবার বিভিন্ন সুপারবাইক নিয়ে ভ্লগ করেন। লেহতেও একই ভাবে ভ্লগ করেন এবং কিছু ক্ষেত্রে সেখানকার নিয়ম অমান্য করেই। সেই ছবি নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেন। লেহ পুলিশের নজরে পড়তেই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।