Bihar Scam

‘ভোটের জন্য ছবি তুলতে হবে’! নির্বাচনী আধিকারিক সেজে প্রতারণা বিহারে! মহিলার সোনার হার চুরি করে পালালেন দু’জন

যেহেতু রাজ্যে সামনেই নির্বাচন এবং নির্বাচনীপ্রক্রিয়া চলছে, তাই ওই দম্পতির কোনও ভাবেই সন্দেহ হয়নি যে, ওই দুই যুবক আসলে কোনও নির্বাচনী আধিকারিক নন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:২৮
Share:

—প্রতীকী ছবি।

বিহারে সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়া চলছে জোরকদমে। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) চলছে রাজ্যে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে চোরেরা। তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

Advertisement

নির্বাচনী আধিকারিক পরিচয় দিয়ে এক বৃদ্ধ দম্পতির বাড়ি পৌঁছোন দুই যুবক। যেহেতু রাজ্যে সামনেই নির্বাচন এবং নির্বাচনীপ্রক্রিয়া চলছে, তাই ওই দম্পতির কোনও ভাবেই সন্দেহ হয়নি যে, ওই দুই যুবক আসলে কোনও নির্বাচনী আধিকারিক নন।

বুধবার সকালে মারহাউরা থানা এলাকার নেরুয়া গ্রামে যান দুই যুবক। এক বৃদ্ধ দম্পতির বাড়িতে যান তাঁরা। বাড়িতে তখন দু’জনেই ছিলেন। বাড়িতে কেউ আছেন কি না জানতে চান। তার পর নাম ধরে ডাকেন। হাঁকডাক শুনে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসেন মহিলা। দুই যুবক তাঁকে বলেন, ‘‘আমরা ভোটের কাজে এসেছি। ছবি তুলতে হবে।’’ মহিলা তখন তাঁদের অপেক্ষা করতে বলেন। তার পর ছবি তোলার জন্য প্রস্তুত হন। প্রথম বার যখন মহিলা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, তাঁর গলায় থাকা সোনার হারের দিকে নজর পড়েছিল ওই দুই যুবকের। সেই হার হাতানোর পরিকল্পনাও করে ফেলেছিলেন তাঁরা।

Advertisement

মহিলা ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে এলে তাঁকে জানানো হয়, হার পরে ছবি তোলা যাবে না। সেটি খুলে রাখতে হবে। তাঁদের কথামতো মহিলা হার খুলে বিছানার উপর রেখে দেন। তার পর ছবি তোলান। তাঁর স্বামী অন্য ঘরে ছিলেন। এ রকম কথোপকথন শুনে স্ত্রীকে ঘরের ভিতরে ডেকে জিজ্ঞাসা করেন। মহিলা ঘরে ঢুকতেই ওই দুই যুবক সোনার হার নিয়ে চম্পট দেন। ভিতরের ঘর থেকে স্বামীকে সঙ্গে নিয়ে যখন সামনের ঘরে আসেন মহিলা, দেখেন দুই যুবকের কেউই নেই। শুধু তা-ই নয়, বিছানায় রাখা সোনার হারটিও উধাও।

হারটি খোয়া গিয়েছে বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভুয়ো নির্বাচনী আধিকারিকদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement