মোদী ‘ধৃতরাষ্ট্র’ এবং ‘মূক-বধির’, কটাক্ষ লালুর

প্রধানমন্ত্রীকে ‘ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন লালু প্রসাদ যাদব। টুইটারে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধানের তীব্র শ্লেষ, শুধু অন্ধ নন, এই ধৃতরাষ্ট্র মূক এবং বধিরও। বিহারের মানুষ এক জন বহিরাগতের হাতে রাজ্যের ক্ষমতা কখনোই তুলে দেবেন না বলেও লালু প্রসাদ মন্তব্য করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ১৪:১৪
Share:

প্রধানমন্ত্রীকে ‘ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন লালু প্রসাদ যাদব। টুইটারে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধানের তীব্র শ্লেষ, শুধু অন্ধ নন, এই ধৃতরাষ্ট্র মূক এবং বধিরও। বিহারের মানুষ এক জন বহিরাগতের হাতে রাজ্যের ক্ষমতা কখনোই তুলে দেবেন না বলেও লালু প্রসাদ মন্তব্য করেন।

Advertisement

লালু এ দিন বলেন, ‘‘বিহারকে নীতীশ বা লালুর চেয়ে বেশি কেউ চেনে নাকি? কোনও গুজরাতি এসে বিহারকে ধ্বংস করবেন, রাজ্যের মানুষ তা মেনে নেবেন না।’’ টুইটারে লালুর মোদী-বিরোধী হামলা এখানেই থেমে থাকেনি। পটনা দখলের এই কুরুক্ষেত্রে মহাভারতের উপাদান বেশ ভালভাবেই মিশিয়ে দিতে চেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘হস্তিনাপুরে বসে থাকা এই ধৃতরাষ্ট্র শুধু অন্ধ নন, তিনি মূক এবং বধির। বিজেপি নেতারা সমাজে বিনা বাধায় অরাজকতা সৃষ্টি করছেন। কিন্তু, তাঁদের ধৃতরাষ্ট্র কিছু বলতে ভয় পাচ্ছেন। তিনি শুধু চিৎকার করেন। যখন কিছু করার সময় আসে তখন মুখ বন্ধ করে রাখেন।’’

মোদীর ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতিকে কটাক্ষ করে লালু প্রসাদ একটি ১৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন। লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণকে স্বভাবসিদ্ধ ঢঙে সেখানে ব্যাঙ্গ করেছেন বিহারের যাদব কূলপতি। মোদীর বিরুদ্ধে লালুর হামলা অবশ্য এই প্রথম নয়। কয়েক দিন আগেই নরেন্দ্র মোদীকে গাঁধী হত্যাকারীর ভক্ত বলেছিলেন লালু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন