Landslide in Vaishno Devi

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরের পথে ধস, মৃত অন্তত পাঁচ, আহত অনেক পুণ্যার্থী! আপাতত যাত্রা স্থগিত

অর্ধকুঁয়ারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে মঙ্গলবার দুপুরে ধস নামে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৭:২৬
Share:

বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস। ছবি: এক্স।

ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নামায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অনেক পুণ্যার্থী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অর্ধকুঁয়ারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে মঙ্গলবার দুপুরে ধস নামে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ধসের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন পুণ্যার্থী। ১৪ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে পিটিআই জানিয়েছে।

Advertisement

বৈষ্ণোদেবী মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, বেশ কয়েক জন আহত পুণ্যার্থীকে উদ্ধার করে কাটরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধসের পর পরই মন্দির কমিটির সদস্যেরা, নিরাপত্তাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। যাত্রাপথে থাকা অন্য পুণ্যার্থীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত তিন দিন ধরে জম্মু-কাশ্মীরে বৃষ্টি হচ্ছে। তার জেরে কোথাও কোথাও হড়পা বান, কোথাও আবার ধস নেমেছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোনও কোনও জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াড় জেলায় ভূমিধস এবং হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুরে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে ডোডায় ভেসে গিয়েছে একের পর এক বাড়ি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের। অনেকে এখনও নিখোঁজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement