National News

এ বার অরুন্ধতী, শোভা, সাগরিকাদেরও খুনের হুমকি

ফেসবুকে ওই হুমকি পাওয়ার পর সাংবাদিক সাগরিকা ঘোষ বৃহস্পতিবার একটি এফআইআর করেছেন বলে দিল্লি পুলিশের সাইবার সেলের তরফে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪৬
Share:

সাগরিকা ঘোষ (বাঁ দিকে) এবং শোভা দে (ওপরে) ও অরুন্ধতী রায়।- ফাইল চিত্র।

বিশিষ্ট কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন হওয়ার পর এ বার ‘রাষ্ট্রবিরোধিতা’র অভিযোগে সাংবাদিক ও বুদ্ধিজীবী সহ ৫ জনকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হল ফেসবুকে। ওই হুমকি দেওয়া হয়েছে, সাংবাদিক সাগরিকা ঘোষ, লেখিকা শোভা দে, অরুন্ধতী রায়, কবিতা কৃষ্ণণ ও শেহলা রশিদকে।

Advertisement

ফেসবুকে ওই হুমকি পাওয়ার পর সাংবাদিক সাগরিকা ঘোষ বৃহস্পতিবার একটি এফআইআর করেছেন বলে দিল্লি পুলিশের সাইবার সেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- নিজের দেশে বিফ খেয়ে এখানে বেড়াতে আসুন: কেন্দ্রীয় মন্ত্রী

Advertisement

আরও পড়ুন- সূর্য থেকে ঝাঁকে ঝাঁকে গোলা ধেয়ে আসছে পৃথিবীর দিকে

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অন্বেষ রায় জানিয়েছেন, সাংবাদিক সাগরিকা ঘোষের অভিযোগ, তাঁকে ফেসবুকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যিনি হুমকি দিয়েছেন, তাঁর দু’টি অ্যাকাউন্ট রয়েছে। একটি রয়েছে ‘বিক্রম আদিত্য রানা’র নামে। অন্য অ্যাকাউন্টটি ‘বিক্রমজেবি রানা’ নামে রয়েছে। গত মঙ্গলবার রানা তাঁর ফেসবুক পোস্টে ‘রাষ্ট্রবিরোধিতা’র জন্য সাগরিকা ঘোষ সহ ৫ জনকে খুনের হুমকি দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement