চড়িলাম কেন্দ্র ছাড়লাম: বিজন

কমিশনে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে বিজনবাবুর অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:৫১
Share:

সোমবার চড়িলামে ভোট। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়েছিল। শনিবারই ছিল ওই কেন্দ্রের ভোট-প্রচারের শেষ দিন। তবে ওই কেন্দ্রের ভোট থেকে সিপিএম সরে দাঁড়াচ্ছে। ত্রিপুরা সিপিএমের রাজ্য সভাপতি বিজন ধরের বক্তব্য, ‘‘ওখানে ভোটের পরিবেশ নেই। কার্যালয় দখল করে নেওয়া হয়েছে। প্রার্থী এলাকায় ঢুকতে পারছেন না।’’

Advertisement

কমিশনে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে বিজনবাবুর অভিযোগ। তিনি বলেন, ‘‘তাই ওই কেন্দ্রের ভোট থেকে সরে দাঁড়ালাম।’’ বিজনবাবুরা এই সিদ্ধান্ত নিলেও বাম-প্রার্থী যেহেতু মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন, তাই তাঁর নাম ইভিএমে থাকবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘‘এটা ফ্রন্টের রাজনৈতিক সিদ্ধান্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement