CBI Arrests Officer

লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতেন! প্রতিরক্ষা মন্ত্রকের কর্তার বাড়িতে মিলল টাকার পাহাড়, সিবিআইয়ের হাতে গ্রেফতার

অভিযোগ, সম্প্রতি বেঙ্গালুরুর একটি সংস্থার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন ওই কর্তা। এর পরেই তাঁর ঘুষ নেওয়ার বিষয়ে প্রথম আঁচ পান তদন্তকারীরা। হানা দেওয়া হয় ওই কর্তার দিল্লির বাড়িতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮
Share:

অভিযুক্ত আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার স্তূপ। ছবি: সংগৃহীত।

লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই! দীপককুমার শর্মা নামে ওই লেফ্‌টেন্যান্ট কর্নেলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে আরও এক জনকে।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদন বিভাগে কর্মরত দীপকের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি বেঙ্গালুরুর একটি সংস্থার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। এর পরেই দীপকের ঘুষ নেওয়ার বিষয়ে প্রথম আঁচ পান তদন্তকারীরা। হানা দেওয়া হয় দীপকের দিল্লির বাড়িতে। তল্লাশি চালিয়ে রাশি রাশি নোটে মোট ২ কোটি ২৩ লক্ষ টাকা মেলে! সব টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।

অভিযোগ, প্রতিরক্ষা পণ্য তৈরি ও রফতানির সঙ্গে জড়িত বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতেন দীপক। এ ছাড়া, একাধিক দুর্নীতি ও অবৈধ কার্যকলাপেও নাম জড়িয়েছে তাঁর। সিবিআইয়ের এক কর্তা জানিয়েছেন, গত ১৮ ডিসেম্বর বিনোদ কুমার নামে এক ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল দীপককে ৩ লক্ষ টাকা ঘুষ দেন। সেই টাকা নেওয়ার সময়েই হাতেনাতে ধরা পড়ে যান ওই কর্তা। বিনোদকেও গ্রেফতার করা হয়।

Advertisement

ঘটনার পর দীপক ও তাঁর স্ত্রী কর্নেল কাজল বালির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সিবিআই। কাজলও রাজস্থানের শ্রীগঙ্গানগরের ১৬ পদাতিক ডিভিশন অর্ডন্যান্স ইউনিটের (ডিওইউ)-এর কমান্ডিং অফিসার হিসাবে কর্মরত। ঘুষ নেওয়ার অভিযোগে দু’জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারা জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভারত সরকার। ফলে অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অন্য দিকে, শনিবার একটি বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল ধৃতদের। তাঁদের আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement