বিহার নিয়ে দ্বন্দ্বে বাম

বিহার নির্বাচনের আগে চিরাচরিত দ্বন্দ্বে বামেরা। বিজেপিকে হারানোর ডাক দিয়েই বামেরা ভোটের লড়াইয়ে নামবেন। জেডিইউ-আরজেডি বা কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর বদলে সিপিআই(এম-এল)-কে সঙ্গে নিয়ে সিপিএম, সিপিআই একসঙ্গে লড়বে বলে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০৩:১১
Share:

বিহার নির্বাচনের আগে চিরাচরিত দ্বন্দ্বে বামেরা। বিজেপিকে হারানোর ডাক দিয়েই বামেরা ভোটের লড়াইয়ে নামবেন। জেডিইউ-আরজেডি বা কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর বদলে সিপিআই(এম-এল)-কে সঙ্গে নিয়ে সিপিএম, সিপিআই একসঙ্গে লড়বে বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সব ক’টি আসনে প্রার্থী দেওয়ার শক্তি বামেদের নেই। যে সব আসনে তাঁরা লড়বেন না, সেগুলিতে কাকে সমর্থন করবেন, তা এখনও ঠিক করতে পারছেন না বামেরা। মঙ্গলবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআইয়ের সুধাকর রেড্ডি বলেন, আসন বণ্টন নিয়ে এখনও বাম দলগুলির মধ্যে আলোচনা চলছে। বাকি আসনগুলির ক্ষেত্রে এখনও রণনীতি ঠিক হয়নি। কয়েকটি বাম দলের কংগ্রেসকে সমর্থন নিয়ে আপত্তি আছে। আবার সিপিএম নেতৃত্বও জেডিইউ-আরজেডিকে সমর্থন নিয়ে সংশয়ে। কারণ নীতীশ সরকারের নীতির সঙ্গে সিপিএম একমত নয়। এই পরিস্থিতিতে বিহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে বলে মেনে নিচ্ছেন বাম নেতৃত্বই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন