Ladakh Situation

কার্ফু শিথিল, খুলছে দোকানপাট! সপ্তাহখানেক পর আবার স্বাভাবিক ছন্দে ফিরছে লেহ

লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত সপ্তাহে লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভ দেখান জনতা। তার পরই পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে কার্ফু জারি করে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৬:২২
Share:

লেহতে টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী। — ফাইল চিত্র।

কার্ফু শিথিল হয়েছে। ধীরে ধীরে দোকানপাট খুলছে। রাস্তায় শুরু হয়েছে যান চলাচল। আবার স্বাভাবিক ছন্দে ফিরছে লাদাখের লেহ। তবে রাস্তায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী।

Advertisement

প্রশাসন আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাজার খোলা থাকবে। বিকেল ৫টা পর্যন্ত অনুমতি রয়েছে। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লেহর বাসিন্দারা। তাঁদের কথায়, ‘‘এক সপ্তাহ সব বন্ধ ছিল। অবশেষে সব বাজার, দোকান খুলছে। চিন্তা দূর হল।’’

লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত সপ্তাহে লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভ দেখায় জনতা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন লেহ-তে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে মৃত্যু হয় চার জনের। প্রায় ৮০ জন পুলিশকর্মী-সহ ১৫০ জনেরও বেশি আহত হন। সেই থেকে লাদাখের পরিস্থিতি থমথমে। নতুন করে উত্তেজনা না-ছড়ালেও প্রায় সপ্তাহভর কার্ফু জারি ছিল লেহ-তে। এত দিনে সেই কার্ফু শিথিল করল প্রশাসন।

Advertisement

লেহ-র পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকেই দফায় দফায় পর্যালোচনা বৈঠক করেন লাদাখের উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত। তিনি বার বার লাদাখবাসীকে শান্ত থাকার বার্তা দেন। তিনি এ-ও জানান, বিক্ষোভকারীদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্র আলোচনায় বসতে রাজি। তাঁর কথায়, ‘‘শীঘ্রই সমস্যার সমাধান হবে।’’ বুধবারও লেহ-র পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করেন কবীন্দ্র। তার পরেই কার্ফু শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement