চিতাবাঘের দেহ

ফের চিতাবাঘ হত্যা করা হল অসমে। এ বারেও একই দিনে দু’টি চিতাবাঘের দেহ উদ্ধার হল। তিনসুকিয়ার পরে আজকের ঘটনাস্থল শিবসাগর। পুলিশ সূত্রে খবর, এ দিন নাজিরার মেকিপুর গ্রামে দুটি চিতাবাঘের দেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০২:২৭
Share:

ফের চিতাবাঘ হত্যা করা হল অসমে। এ বারেও একই দিনে দু’টি চিতাবাঘের দেহ উদ্ধার হল। তিনসুকিয়ার পরে আজকের ঘটনাস্থল শিবসাগর। পুলিশ সূত্রে খবর, এ দিন নাজিরার মেকিপুর গ্রামে দুটি চিতাবাঘের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত বিষ মেশানো মাংস খেয়ে চিতাবাঘ দু’টির মৃত্যু হয়েছে। মৃত চিতাবাঘ দু’টির দাঁত, নখ, লেজ কেটে নেয় গ্রামবাসীদের একাংশ। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তিন দিন আগে ডিগবয়-ডুমডুমাতেও দু’টি চিতাবাঘ জনরোষের বলি হয়। পরপর এই ঘটনায় চিন্তিত অসমের বন বিভাগ। ক্ষোভ প্রকাশ করেছে পশুপ্রেমী সংস্থাগুলিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement