Newborn Rescued from Forest

মুখে পাথর ভরা, আঠা দিয়ে বন্ধ ঠোঁট! রাজস্থানে জঙ্গল থেকে জীবন্ত উদ্ধার নবজাতক, তদন্তে পুলিশ

ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিকটবর্তী সমস্ত হাসপাতালের কাছ থেকে গত কয়েক দিনের প্রসূতিদের নামের তালিকা চাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঠোঁট আঠা দিয়ে বন্ধ। মুখের ভিতর ভরা রয়েছে নুড়িপাথর, যাতে কোনও ভাবেই কান্না কারও কানে না পৌঁছোয়। ঘন জঙ্গল থেকে এ ভাবেই উদ্ধার করা হল ১৫ দিনের নবজাতককে। সম্প্রতি রাজস্থানের ভিলওয়ারা জেলায় ঘটনাটি ঘটেছে। কত দিন শিশুটি ওই ভাবে পড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। শিশুটির বাবা-মার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিলওয়ারার মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রের বিজোলিয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সীতাকুণ্ড মন্দিরের সামনের জঙ্গলে শিশুটিকে দেখতে পান এক গবাদি পশুপালক। শিশুটির ঠোঁট আঠা দিয়ে বন্ধ করা ছিল। কোনও মতে মুখ খুলেই দেখা যায়, মুখের ভিতর ভরা রয়েছে নুড়িপাথর! ঘটনার কথা শুনে শিউরে ওঠেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসা চলছে তার।

ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিকটবর্তী সমস্ত হাসপাতালের কাছ থেকে গত কয়েক দিনের প্রসূতিদের নামের তালিকা চাওয়া হয়েছে। আশপাশের গ্রামেও তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement