National News

রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা লালুর

শনিবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারার পর থেকেই ঘড়ির কাঁটা উল্টো গুণতি শুরু করেছিল। যা অবশেষে এসে থামল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১০:০২
Share:

নীতীশের নীতিহীনতা নিয়ে একযোগে সরব বিরোধীরা।

• কেন সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও সরকার গড়তে আরজেডি-কে ডাকা হল না এই অভিয়োগে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা লালুপ্রসাদ যাদবের।

Advertisement

• লালুর মতে, যদি ইস্তফা দেওয়ার প্রয়োজন হত, নীতীশ জোট সরকারের বৈঠক ডেকে সেটা করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

• সরকার ভেঙে যাওয়ার পর প্রধান সংখ্যা গরিষ্ঠ দল আরজেডি-কে ডাকা উচিত ছিল রাজ্যপালের, বলেও মন্তব্য করেন লালু।

Advertisement

• নীতীশ ও বিহারের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর দিকে আঙুল তোলেন লালুপ্রসাদ যাদবও।

• এ দিন রাহুল বলেন, জানতাম কোনও একটা ষড়যন্ত্র চলছে।

• এই নাটকটা গত তিন-চার মাস ধরেই চলছে বলে মন্তব্য করেন কংগ্রেসের সহ-সভাপতি।

• ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নেতারা যা খুশি করতে পারেন, এটাই ভারতের রাজনীতির সমস্যা, সাংবাদিকদের সামনে বললেন রাহুল গাঁধী।

• নীতীশের নীতিহীনতা নিয়ে একযোগে সরব বিরোধীরা।

• মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ১৪ ঘণ্টা পর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার।

• শুক্রবার হবে আস্থা ভোট।

• ষষ্ঠ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার।

• ৪ বছর পর ফের বিজেপির হাত ধরলেন নীতীশ।

• উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির সুশীলকুমার মোদী।

• দুই দলেরই ১৪ জন করে মন্ত্রী হলেন।

• ২০ মাসের মহাজোট সরকার ছেড়ে বেরিয়ে এলেন নীতীশ।

• সকাল ১০টায় রাজভবনে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

হাসিমুখে পুরনো জুটি। সুশীল মোদীর সঙ্গে নীতীশ কুমার। ছবি: পিটিআই।

• বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩।

• সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১২২।

• নীতিশের দল জেডিইউ-র এই মুহূর্তে ৭১ জন বিধায়ক রয়েছেন।

• আরজেডি-র রয়েছে ৮০ জন বিধায়ক।

• বিজেপি-র রয়েছে ৫৩ জন বিধায়ক।

• বিজেপি ও জেডিইউ-র মোট বিধায়ক সংখ্যা ১২৪ হওয়ায় সরকার গড়তে সমস্যা হবে না নীতীশের।

নাটকীয়তাটা আন্দাজ করতে পারেননি অনেক তাবড় রাজনীতিকই। কিন্তু খেলা যে পূর্ব পরিকল্পিত ছিল তা এখন বোধগম্য হয়েছে সবার। শনিবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারার পর থেকেই ঘড়ির কাঁটা উল্টো গুনতি শুরু করেছিল। যা অবশেষে এসে থামল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়। ঠিক এই সময়ই রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দোসর সেই বিজেপি।

আরও পড়ুন: বিদ্রোহী এক জেডিইউ সাংসদ, রাজ্যপালের সঙ্গে দেখা করেও নীতীশকে আটকাতে ব্যর্থ তেজস্বী

গতকাল নীতীশের পদত্যাগের মিনিট দশেকের মধ্যেই টুইটে তাঁকে শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী। সেই সময় রাজ্য বিজেপিও জানিয়ে দেয় নীতীশ সরকার গড়লে নিঃশর্ত সমর্থন করতে তৈরি তাঁরা। এ বারও নীতিশের নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব নেবেন সুশীল মোদী। বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন জোট মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। অনুষ্ঠান হবে রাজভবনে। সেখানে হাজির থাকার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন