সোমবার দুপুরে ভারতের সশস্ত্র বাহিনীর সাংবাদিক বৈঠক। ছবি: সংগৃহীত।
ভারতীয় সেনা জানিয়েছে, একটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মিলেছে। মনে করা হচ্ছে, সেটি পিএল ১৫। এই ক্ষেপণাস্ত্র চিনে তৈরি। পাক সেনা তা হামলার সময় ব্যবহার করেছে বলেই জানিয়েছে ভারতীয় সেনা।
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, ‘‘গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের চরিত্র বদলেছে। এখন সাধারণ মানুষকে নিশানা করে জঙ্গিরা। পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকা প্রশংসনীয়।’’
ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়, সমুদ্রের বিভিন্ন স্তরে সুরক্ষাবলয় তৈরি করে রেখেছে নৌসেনা।
এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমাদের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়। লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে ভারতীয় সেনা। পাক সেনা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল। আমরা তার জবাব দিয়েছি। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত করা যায় যাতে, সেই ভাবেই গোটা ব্যবস্থা তৈরি করা হয়েছে।’’
সোমবার দুপুর আড়াইটেয় ভারতীয় সেনার সাংবাদিক বৈঠক শুরু হল।
যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা ১২টায়। কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। ভারতীয় সেনাকে উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত-পাক আলোচনা হতে পারে সোমবার সন্ধ্যায়। কী কারণে এই বিলম্ব, তা এখনও স্পষ্ট নয়। পরে সংবাদ সংস্থা পিটিআই-ও এই খবর নিশ্চিত করেছে। তবে সন্ধ্যায় কখন আলোচনা হবে, সেই সময় এখনও জানা যায়নি।