মায়ার না, কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে চাপে অখিলেশ

বিরোধী জোটের কোনও বাড়তি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নন বিএসপি নেত্রী মায়াবতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৩:৩১
Share:

মায়াবতী। ফাইল চিত্র

লোকসভা ভোটে রায়বরেলী এবং অমেঠী ছাড়াও উত্তরপ্রদেশে আরও অন্তত ১৫টি আসনে লড়তে চায় কংগ্রেস। কিন্তু কোথা থেকে আসবে সেই আসন— সেই প্রশ্নে তৈরি হয়েছে জট।

Advertisement

বিরোধী জোটের কোনও বাড়তি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নন বিএসপি নেত্রী মায়াবতী। বিষয়টি নিয়ে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরার সঙ্গে একটি বোঝাপড়ায় আসার চেষ্টা শুরু হয়েছিল অখিলেশ সিংহ যাদবের তরফে। কিন্তু মায়াবতী অনড়। দু’টি বৈ তিনটি আসন ছাড়বেন না কংগ্রেসকে। অথচ জেতার সম্ভাবনা আছে, এমন আরও কয়েকটি আসনে লড়তে চাইছে কংগ্রেস। তাই বলে ১৫টি আসন একা এসপির ভাগ থেকে দেওয়াটাও সম্ভব নয় অখিলেশদের পক্ষে। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘উত্তরপ্রদেশ আমাদের শক্তির জায়গা। সেখানে সবাইকে এত আসন ছেড়ে দিয়ে আমরা এক চতুর্থাংশ আসনে লড়ব— এটা সম্ভবই নয়।’’

নিজেদের ভাগ থেকে এতগুলি আসন ছেড়ে দিয়ে লাভ কী হবে, সেটাও ভাবতে হচ্ছে অখিলেশদের। কারণ, কংগ্রেস উত্তরপ্রদেশে সব ক’টি আসনে লড়লেও তাতে বিজেপিরই ভোট কাটা যাবে। কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক রাজ্যে অবশিষ্ট রয়েছে, তা মূলত উচ্চবর্ণের। প্রিয়ঙ্কার অভিষেকের ফলে সেই ভোট ব্যাঙ্কই আরও অক্সিজেন পাচ্ছে বলেই মনে করছেন অখিলেশরা।

Advertisement

কিন্তু অখিলেশের আসল চিন্তা অন্য। মায়াবতীকে সমসংখ্যক আসন ছাড়াটা মোটে পছন্দ হয়নি এসপির প্রতিষ্ঠাতা-নেতা মুলায়ম সিংহ যাদবের। সে কথা তিনি স্পষ্ট জানিয়েছেনও। তবু যে কোনও মূল্যে বিএসপি-কে জোটে ধরে রাখাই অখিলেশের লক্ষ্য। মায়াবতী বিজেপির দিকে সামান্যতম ঢলে গেলেও ভোট সমীকরণ এলোমেলো হয়ে যাবে বিরোধী জোটের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন