KKR Team in IPL 2026

খোলনলচে বদলে ফেলেছে কেকেআর! নাইট জার্সিতে একসঙ্গে অভিষেক হতে পারে চার ক্রিকেটারের, প্রথম একাদশে খেলার সম্ভাবনা কাদের

নিলামে চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে মাঠেও দেখা যাবে সেই চমক। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬
Share:

কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। —ফাইল চিত্র।

গত কয়েক বছর সেই একই দল দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের একাংশ। মাঝে দু’-একটি বদল হলেও মূল দল একই ছিল। এ বার সেই ছবিটা বদলেছে। নিলামে চমক দেখিয়েছে কেকেআর। ফলে মাঠেও দেখা যাবে সেই চমক। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ।

Advertisement

আগামী বছর ২৬ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। ২০২৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হলেও ২০২৫ সালে খারাপ খেলেছে দল। ফলে এ বারের নিলামের আগে অর্ধেক ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিলামে শূন্যস্থান ভরাট করেছেন কলকাতার নতুন কোচ অভিষেক নায়ার। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম। প্রথম একাদশে ছয় অলরাউন্ডার খেলাবে কেকেআর। ফলে নয় ব্যাটার ও নয় বোলার পাবে তারা।

কেকেআরের সম্ভাব্য একাদশ

১) সুনীল নারাইন— গত বার কয়েকটি ম্যাচে নীচের দিকে খেলেছিলেন নারাইন। কিন্তু তাঁকে ব্যবহার করতে হলে ওপেনিং সেরা জায়গা। পাওয়ার প্লে কাজে লাগাতে জানেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই ক্রিকেটার। ফলে আগামী বছর আবার ওপেন করবেন তিনি। পাশাপাশি দলের স্পিন আক্রমণকে নেতৃত্ব দেবেন।

Advertisement

২) অজিঙ্ক রাহানে— নিলামের পর বলে দেওয়া যেতে পারে, রাহানেই আগামী মরসুমে অধিনায়ক থাকবেন। নারাইনের সঙ্গে ওপেন করবেন তিনি। গত বার কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এ বারও ছন্দে রাহানে। সেই ছন্দ কাজে লাগাতে চাইবে কেকেআর।

৩) ক্যামেরন গ্রিন— দলের নতুন সংযোজন। রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কেনা হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। গ্রিনকে যতটা বেশি সম্ভব বল খেলতে দেওয়ার পরিকল্পনা থাকবে কেকেআরের। ফলে তিন নম্বরই তাঁর সেরা জায়গা।

৪) অঙ্গকৃশ রঘুবংশী— দলের ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে তাঁকে। গত দু’টি মরসুম ধরে নিয়মিত খেলছেন। আগামী বছরেও রঘুবংশীকে দেখা যাবে চার নম্বরে ব্যাট করতে।

৫) রিঙ্কু সিংহ— সবচেয়ে বেশি টাকা দিয়ে রিঙ্কুকে ধরে রেখেছিল কেকেআর। গত বার খুব কম বল খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। ফলে রান পাননি। এ বার সেই সমস্যা মেটাতে চাইছে কেকেআর। ফলে রিঙ্কুকে পাঁচ নম্বরে খেলাতে চাইবে তারা। পাশাপাশি স্পিনটাও এখন খারাপ করেন না রিঙ্কু।

৬) রমনদীপ সিংহ— গত বার রমনদীপও সুযোগ কম পেয়েছিলেন। তাঁকেও এ বার ধরে রাখা হয়েছে। আন্দ্রে রাসেল না থাকায় রিঙ্কুর সঙ্গে ফিনিশারের ভূমিকা পালন করতে দেখা যাবে রমনদীপকে। দরকারে রমনদীপের পেস বোলিংও কেকেআরের কাজে লাগতে পারে।

৭) তেজস্বী সিংহ— নিলামে ৩ কোটি টাকা দিয়ে এই ঘরোয়া ক্রিকেটার কিনেছে কেকেআর। দিল্লির হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬.৫০ গড়ে করেছেন ১১৩ রান। তার চেয়েও গুরুত্বপূর্ণ হল তেজস্বীর স্ট্রাইক রেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৭০। দিল্লি প্রিমিয়ার লিগে ১২ বলে অর্ধশতরান করে নজর কাড়েন। এই প্রতিযোগিতায় তাঁর স্ট্রাইক রেট ১৯০। করেছেন ৩৩৯ রান। এই প্রতিযোগিতায় তিনি ২০টি চার এবং ২৯টি ছক্কা মারেন। এ ছাড়া দিল্লির একটি প্রতিযোগিতায় ওভারের ছয় বলে ছ’টি ছক্কা মারারও নজির রয়েছে তেজস্বীর। ফলে তাঁকে খেলাবে কেকেআর। পাশাপাশি দলের উইকেটরক্ষক হিসাবেও তাঁকেই দেখা যাবে।

৮) অনুকূল রায়— কেকেআর ধরে রেখেছিল তাঁকে। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও ভাল করেন অনুকূল। ফিল্ডার হিসাবেও সুনাম রয়েছে অনুকূলের।

৯) হর্ষিত রানা— জাতীয় দলে এখন নিয়মিত খেলেন। বলের পাশাপাশি ব্যাটটাও ভাল করেন। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তাঁকে অলরাউন্ডার হিসাবে দেখেন। সেই ভূমিকায় কেকেআরেও দেখা যাবে হর্ষিতকে।

১০) বরুণ চক্রবর্তী— দলের নির্ভরযোগ্য স্পিনার। হর্ষিতের মতো তিনিও ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলেন। নারাইনের সঙ্গে কেকেআরের স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে তাঁর।

১১) মুস্তাফিজ়ুর রহমান— বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। দলের পেস আক্রমণে বড় ভূমিকা তাঁর। মুস্তাফিজ়ুরের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবে কেকেআর।

১২) মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার)— চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে ১৮ কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার এই পেসারকে কিনেছে কেকেআর। তাঁকে চেন্নাই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাত। কলকাতাও হয়তো সেই পথেই যাবে। বল করার সময় রঘুবংশীর বদলে নামানো হবে পাথিরানাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement