‘৯০ দিনে জেল লগ্নি কাণ্ডে জড়িতদের’

আজ ওড়িশার ঢেঙ্কানলে এক জনসভায় দুর্নীতি নিয়ে নবীন পট্টনায়েক সরকারকে নিশানা করেন অমিত।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৩:১২
Share:

ছবি: পিটিআই।

ওড়িশায় বিজেপি ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে লগ্নি কেলেঙ্কারিতে জড়িতদের জেলে ভরা হবে বলে মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement

আজ ওড়িশার ঢেঙ্কানলে এক জনসভায় দুর্নীতি নিয়ে নবীন পট্টনায়েক সরকারকে নিশানা করেন অমিত। তিনি বলেন, ‘‘ওড়িশায় লগ্নি কেলেঙ্কারিতে বহু বিজেডি নেতা ও আমলা জড়িত। ওই কেলেঙ্কারির ফলে হাজার হাজার লগ্নিকারী নিজেদের টাকা হারিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে সরকার গঠনের ৯০ দিনের মধ্যে লগ্নি কেলেঙ্কারিতে জড়িতদের জেলে পোরা হবে।’’ ওড়িশায় ২০ হাজার কোটি টাকার লগ্নি কেলেঙ্কারিতে অবশ্য বিজেডি সাংসদ রামচন্দ্র হাঁসদা, প্রাক্তন বিজেডি বিধায়ক সুবর্ণ নাইকের পাশাপাশি প্রাক্তন বিজেপি বিধায়ক হিতেশকুমার বাগারটিকেও গ্রেফতার করেছিল সিবিআই।

অমিতের দাবি, ওড়িশায় খনি বণ্টনেও বড় মাপের দুর্নীতি হয়েছে। তাঁর কথায়, ‘‘বিভিন্ন সংস্থাকে যে নামমাত্র মূল্যে খনি দেওয়া হয়েছে সে কথা এম বি শাহ কমিশনের রিপোর্টেই রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে খনি কেলেঙ্কারিতে অভিযুক্তদেরও জেলে পোরা হবে।’’ বিজেপি সভাপতির দাবি, নির্বাচিত জনপ্রতিনিধিদের তুলনায় আমলাদের অনেক বেশি ক্ষমতা দিয়েছে বিজেডি সরকার। ফলে রাজ্যে কার্যত ‘বাবু রাজ’ চলছে। অমিতের দাবি, ‘‘আয়ুষ্মান ভারত-এর মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর করতে রাজি হয়নি বিজেডি সরকার। ফলে রাজ্যের গরিব বাসিন্দারা অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন