রাহুল-সনিয়াকে কুকথা বিজেপির

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কুকথার স্রোত তত বাড়ছে!

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০৬:৩০
Share:

সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী।— ফাইল চিত্র।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কুকথার স্রোত তত বাড়ছে!

Advertisement

উত্তরপ্রদেশের এক মন্ত্রী এবং এক বিজেপি বিধায়ক অশালীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করতে ছাড়লেন না পদ্ম শিবিরের ওই বিধায়ক। রাহুলকে ‘নপুংসক’ বলে আক্রমণ করেন যোগী আদিত্যনাথ সরকারের শক্তিমন্ত্রী শ্রীকান্ত শর্মা। ওই রাজ্যের বিধায়ক সুরেন্দ্র সিংহ কংগ্রেস সভাপতিকে পরামর্শ দিয়েছেন, হরিয়ানার

গায়িকা এবং নৃত্যশিল্পী স্বপ্না চৌধরিকে বিয়ে করার।

Advertisement

হরিয়ানার জনপ্রিয় গান ‘তেরি আঁখিয়া কা ইয়ো কাজল’-এর সঙ্গে স্বপ্নার নাচ এক সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। বলিউড এবং ভোজপুরী ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। গত কাল উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ বব্বর প্রিয়াঙ্কা গাঁধী বঢরার সঙ্গে স্বপ্নার একটি ছবি টুইট করে লেখেন, ‘‘কংগ্রেস পরিবারে স্বপ্না চৌধরি স্বাগত।’’ কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার খবর আজ উড়িয়ে দেন স্বপ্না। তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে আজ রাজীব-সনিয়াকে জড়িয়ে রাহুলকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র। তিনি বলেন, ‘‘রাহুলজির মা-ও ইটালিতে এই পেশাতেই ছিলেন। যে ভাবে আপনার বাবা (রাজীব গাঁধী) সনিয়াকে বিয়ে করেছিলেন, আপনিও স্বপ্নাকে বিয়ে করে নিন। সব চেয়ে ভাল কথা হল, শাশুড়ি এবং বৌ একই পেশা এবং সংস্কৃতিতে থাকবেন।’’ দিন কয়েক আগেই এই

বিজেপি বিধায়ক বিএসপি নেত্রী মায়াবতী সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছিলেন।

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চেয়ে সরব হয়েছিল বিরোধীরা। সেই প্রসঙ্গে রাজ্যের বিজেপি মন্ত্রী শ্রীকান্ত টুইটারে লেখেন, ‘‘কাপুরুষ, নপুংসক কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর এই মন্তব্য লজ্জাজনক...।’’ শ্রীকান্তকে পাল্টা নিশানা করেছে লালুপ্রসাদের দল আরজেডি। তাদের টুইট, ‘‘কী করে জানলেন রাহুল নপুংসক, মোদী নন! দেশ তা জানতে চায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন