অখিলেশের সঙ্গে কথা তলে তলে

আজ সাইকেল-হাতির সঙ্গে হ্যান্ডপাম্পও জোটে শরিক হল। রাষ্ট্রীয় লোকদলকে পশ্চিম উত্তরপ্রদেশে মথুরা, বাগপত ও মুজফ্‌ফরনগর আসন দিলেন অখিলেশ যাদব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৩:৪৫
Share:

অখিলেশ যাদব। —ফাইল চিত্র।

শীলা দীক্ষিতকে উত্তরপ্রদেশের মুখ করে বিধানসভায় অখিলেশের সঙ্গে জোট বেঁধেছিলেন রাহুল গাঁধী। সেই শীলার কথাতেই আজ দিল্লিতে আপের সঙ্গে জোট-সম্ভাবনা খারিজ করলেন কংগ্রেস সভাপতি। এসপি-বিএসপি জোটের থেকেও মনের মতো আসন না পেলে একা লড়ার পরিকল্পনাই করছেন রাহুল-প্রিয়ঙ্কা জুটি।

Advertisement

আজ সাইকেল-হাতির সঙ্গে হ্যান্ডপাম্পও জোটে শরিক হল। রাষ্ট্রীয় লোকদলকে পশ্চিম উত্তরপ্রদেশে মথুরা, বাগপত ও মুজফ্‌ফরনগর আসন দিলেন অখিলেশ যাদব। কিন্তু কংগ্রেসকে শামিল করা নিয়ে প্রশ্ন করতেই পুরনো বুলি আউড়ে তিনি বলেন, ‘‘কংগ্রেস অবশ্যই মহাজোটে রয়েছে। অমেঠী ও রায়বরেলী আসন দু’টি তাদের জন্য ছেড়ে রেখেছি।’’

কংগ্রেসের শীর্ষ সূত্রের মতে, তলে তলে অখিলেশের সঙ্গে দর কষাকষি করছেন প্রিয়ঙ্কারা। মায়া নিজের ভাগের ৩৮টি আসন থেকে কংগ্রেসকে কোনও আসন ছাড়তে নারাজ। কিন্তু প্রিয়ঙ্কা চান অন্তত ১৫টি আসন। সপা আপাতত ৯টি ছাড়তে রাজি। কংগ্রেস নেতারা জানাচ্ছেন, ‘‘যদি মহাজোটের সঙ্গে রফা না হয়, তা হলে কংগ্রেস একাই ৬০-৬৫টি আসনে লড়বে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন