National News

কংগ্রেসের ‘গরিবি হঠাও’, ক্ষমতায় এলে গরিবদের ন্যূনতম আয়ের নিশ্চয়তা, ঘোষণা রাহুলের

রাহুল এ দিন বলেন, ‘‘কংগ্রেস এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলেই গরিবদের ন্যূনতম আয় নিশ্চিত করবে। দেশের প্রতিটি গরিব মানুষ কমপক্ষে একটি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা পাবেন। এর অর্থ, দেশে আর কোনও গরিব মানুষ থাকবে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৮:২৭
Share:

ক্ষমতায় এলে গরিবদের ন্যূনতম আয়ের বন্দোবস্ত, ঘোষণা রাহুল গাঁধীর। ছবি: কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে

২০০৪ সালে বাম সমর্থনে ক্ষমতায় এসেই ১০০ দিনের কাজের নিশ্চয়তা দিয়েছিল প্রথম ইউপিএ সরকার। এ বার ২০১৯-এর লোকসভা ভোটের আগে, আরও এক ধাপ এগিয়ে, গরিবদের ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি দিলেন রাহুল গাঁধী। ছত্তীসগঢ়ে এক জনসভায় রাহুল বলেন, জিতে সরকার গড়লে, দেশের প্রত্যেক গরিবের জন্য ন্যূনতম আয়ের বন্দোবস্ত করবে কংগ্রেস।

Advertisement

তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়ের পর, এই প্রথম ছত্তীসগঢ়ে গেলেন কংগ্রেস সভাপতি। এবং ছত্তীসগঢ় থেকেই বাজিয়ে দিলেন সর্বভারতীয় নির্বাচনী প্রচারের দামামা।

রাহুল বলেন, ‘‘কংগ্রেস এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলেই গরিবদের ন্যূনতম আয় নিশ্চিত করবে। দেশের প্রতিটি গরিব মানুষ কমপক্ষে একটি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা পাবেন। এর অর্থ, দেশে আর কোনও গরিব মানুষ থাকবে না।’’ পরে টুইটারেও রাহুল লেখেন, ‘‘এটা আমাদের প্রতিশ্রুতি এবং লক্ষ্য।’’

Advertisement

कांग्रेस पार्टी ने एक ऐतिहासिक निर्णय लिया है कि 2019 चुनाव जीतने के एकदम बाद कांग्रेस पार्टी गारंटी करके न्यूनतम आमदनी देने जा रही है : कांग्रेस अध्यक्ष @RahulGandhi #CongressForMinimumIncomeGuarantee pic.twitter.com/jTttgR2wFB

আরও পড়ুন: কংগ্রেসে ওআরওপি মানে ‘ওনলি রাহুল, ওনলি প্রিয়ঙ্কা’! ‘এক পদ এক পেনশন’ টেনে খোঁচা অমিতের

আরও পড়ুন: বিদেশে পালাতে পারেন কে ডি সিংহ! তৃণমূল সাংসদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

রাহুল একই সঙ্গে জানিয়ে দেন— কেন্দ্রীয় ভোটের অপেক্ষায় না থেকে, মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ়ের মতো কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে আগেই চালু হয়ে যাবে এই ব্যবস্থা।

মোদী-শাহ জুটিকে আক্রমণ করতেও ছাড়েননি রাহুল। বলেন— ‘‘আমরা দুই ভারতীয় চাই না, আমরা চাই অখণ্ড ভারত।’’

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্ষমতায় আসতে গেলে শুধু বিজেপি সরকারের সমালোচনা করলেই চলবে না, নিজেদের দিক থেকে ইতিবাচক কাজের প্রতিশ্রুতিও দরকার। যেমন প্রতিশ্রুতির ফল মিলেছে গো-বলয়ের তিন রাজ্যের সাম্প্রতিক ভোটে। কৃষিঋণ মকুবের কথা দিয়েছিল কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় আর রাজস্থান দখলের পিছনে এই প্রতিশ্রুতি বড় ফ্যাক্টর হয়েছে বলে অনেকেই মনে করেন। সেই পথেই এ বার আরও বড় ঘোষণার পথে গেল কংগ্রেস।

১৯৭১ সালের লোকসভা ভোটে ইন্দিরা গাঁধীর স্লোগান ছিল, ‘গরিবি হঠাও’। সেই স্লোগানে ভর করেই কংগ্রেস বিপুল সাফল্য পায়। রাহুলের এ দিনের ঘোষণায় ইন্দিরার সেই ‘গরিবি হঠাও’য়ের প্রতিধ্বনি দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন