‘বক্সার মোদীর ঘুষি কোচ আডবাণীকে’

ভিওয়ানি ভারতীয় বক্সিংয়ের অন্যতম ধাত্রীভূমি হিসেবে পরিচিত। বক্সার বিজেন্দ্র সিংহও ভিওয়ানির ছেলে। আজ সেই জমিতে দাঁড়িয়ে মোদীকে নিশানা করতে ‘বক্সিং’কেই বেছে নেন রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

ভিওয়ানি (হরিয়ানা) শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ০৫:০১
Share:

হরিয়ানার ভিওয়ানিতে এক নির্বাচনী সভায় রাহুল গাঁধী। ছবি পিটিআই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বক্সার’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। হরিয়ানার ভিওয়ানিতে আজ এক নির্বাচনী সভায় তাঁর তির্যক মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী রিংয়ে ঢুকেছিলেন বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে, শেষ পর্যন্ত ঘুষিটা মেরেছেন নিজের কোচ লালকৃষ্ণ আডবাণীকে।’’

Advertisement

ভিওয়ানি ভারতীয় বক্সিংয়ের অন্যতম ধাত্রীভূমি হিসেবে পরিচিত। বক্সার বিজেন্দ্র সিংহও ভিওয়ানির ছেলে। আজ সেই জমিতে দাঁড়িয়ে মোদীকে নিশানা করতে ‘বক্সিং’কেই বেছে নেন রাহুল। বলেন, ‘‘নরেন্দ্র মোদী নামে এক বক্সার ৫৬ ইঞ্চির বড়াই করে বেড়ান। তিনি রিংয়ে ঢুকে ছিলেন বেকারত্ব, কৃষক-সমস্যা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। তবে পাঁচ বছরে তিনি গরিব, দুর্বল শ্রেণি, কৃষককেই ঘুষি মেরেছেন।’’ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী দেশবাসীর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

রাহুলের বক্সিং-মন্তব্যে সভায় হাসির রোল ওঠে। এর পর কংগ্রেস সভাপতির কটাক্ষ, ‘‘রিংয়ের ভিতরে নরেন্দ্র মোদীর কোচ আডবাণীজি, গডকড়ীর মতো দলের অন্য সদস্যেরা ছিলেন... মোদী রিংয়ে ঢুকলেন আর প্রথম ঘুষিটাই মারলেন আডবাণীর মুখে।’’ রাহুলের অভিযোগ, এই বক্সার জানেন না তিনি কার বিরুদ্ধে লড়াই করেছেন। দেশের মানুষ ঠিক করে নিয়েছেন এমন বক্সারকে সরিয়ে দেবেন। তাঁর কথায়, ‘‘বক্সার ইতিমধ্যেই কুপোকাত হয়ে গিয়েছেন। রিংয়ের মেঝেতে শুয়ে তিনি এখন শুধু হাওয়ায় ঘুষি ছুড়ছেন।’’

Advertisement

গত মাসে মহারাষ্ট্রের এক সভায় আডবাণী প্রসঙ্গে রাহুল বলেছিলেন, ‘‘মোদীর গুরু কে? আডবাণীজি। তবে ছাত্র আর গুরুকে হাতজোড় করে প্রণাম করেন না। গুরুকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন।’’

প্রসঙ্গত, এ বার গাঁধীনগর থেকে আর আডবাণীকে প্রার্থী করেননি প্রধানমন্ত্রী। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর সেনাপতি বিজেপি সভাপতি অমিত শাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন