শপথে মোদীকে আগাম আমন্ত্রণ নবীনের!

মঙ্গলবার রাজ্যের কেন্দ্রপাড়া এলাকায় জনসভা করতে এসে মোদী বলেছিলেন, ‘‘নবীনবাবু, এ বার আপনার গদি যাচ্ছে, এটা ঠিক হয়ে গিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০২:১৩
Share:

—ফাইল চিত্র।

ভোট চলছে ওড়িশায়। তার মধ্যেই পরের বারের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথে আসার জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে দিলেন বিজেডি নেতা ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

Advertisement

মঙ্গলবার রাজ্যের কেন্দ্রপাড়া এলাকায় জনসভা করতে এসে মোদী বলেছিলেন, ‘‘নবীনবাবু, এ বার আপনার গদি যাচ্ছে, এটা ঠিক হয়ে গিয়েছে।’’ লোকসভার সঙ্গেই বিধানসভার ভোট হচ্ছে ওড়িশায়। সে দিকে তাকিয়েই টানা চার বারের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন মোদী। পরের দিনই অবশ্য মোদীকে জবাব দিয়েছেন নবীন। চতুর্থ পর্বের ভোটের আগে, বুধবার বালাসোর লোকসভা কেন্দ্রে একটি সভায় নবীন বলেন, ‘‘এ রাজ্যে প্রথম তিন পর্বের ভোট হয়ে গিয়েছে। বিজেডি ইতিমধ্যেই সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছে। আমি মোদীজিকে আমন্ত্রণ জানাচ্ছি, ২৩ মের পরে, রাজ্যে বিজেডি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনি অতিথি হিসেবে আসুন!’’

জনসভায় মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন নবীন। বলেন, ‘‘বন্যা, সাইক্লোন কিংবা খরার সময়ে প্রধানমন্ত্রীকে ওড়িশায় আসতে দেখা যায় না। তখন তাঁর সময় হয় না। আর এখন ভোট চলছে, তাই কুমিরের কান্না কাঁদতে তিনি বারবার ওড়িশায় আসছেন।’’ ‘নোংরা রাজনীতি’-র ‘জবাব’ দেওয়ার জন্য রাজ্যের মানুষের উদ্দেশে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবীনকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর দাবি, পট্টনায়ক মানুষকে ভুল বোঝাচ্ছেন। কারণ, ৫ বছরে প্রধানমন্ত্রী অনেকবার ওড়িশায় এসেছেন। সেই সময়ে তাঁর সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন