ফের টিকিটে মোদীর ছবি

রবিবার মহম্মদ রিজভি নামে ওই যাত্রী অভিযোগ করেছেন, মোদীর ছবি ও সরকারি প্রকল্পের বিবরণ দেওয়া ওই টিকিট বারাবঁকি স্টেশন থেকে কেনেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ০৩:৩৪
Share:

ছবি: পিটিআই।

ভোট শুরু হয়ে যাওয়ার পরেও উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ তুললেন এক যাত্রী।

Advertisement

রবিবার মহম্মদ রিজভি নামে ওই যাত্রী অভিযোগ করেছেন, মোদীর ছবি ও সরকারি প্রকল্পের বিবরণ দেওয়া ওই টিকিট বারাবঁকি স্টেশন থেকে কেনেন তিনি। তাঁর কথায়, ‘‘বারাবঁকি থেকে বারাণসী যাওয়ার টিকিট কেটেছিলাম। হাতে পেতে দেখি টিকিটে নরেন্দ্র মোদীর ছবি!’’

আদর্শ নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে রেল যদিও ওই টিকিট তুলে নেওয়ার কথা বলেছিল আগে। তাই সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে বুকিং কাউন্টারে যান রিজভি। কিন্তু সেখানে তাঁর কথা গ্রাহ্যই করা হয়নি বলে অভিযোগ। ওই যাত্রী জানিয়েছেন, টিকিটে মোদীর ছবি দেখে বাকি যাত্রীরাও বিক্ষোভ দেখান। তখন জানানো হয়, নরেন্দ্র মোদীর ছবি দেওয়া একটি পেপার রোল ভুল করে প্রিন্টারে ঢুকিয়ে ফেলার ফলেই করে কাণ্ড ঘটে গিয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement