Chowkidar

টুইটারে নিজের নামের পাশে ‘চৌকিদার’ জুড়লেন নরেন্দ্র মোদী

২০১৪ সালে ক্ষমতায় আসার পর একাধিকবার নিজেকে চৌকিদার বলে উল্লেখ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৬:০৪
Share:

নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

এ বার নামের সঙ্গেও ‘চৌকিদার’ জুড়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডলের নাম বদলে ‘চৌকিদার নরেন্দ্র মোদী’ করেছেন তিনি। সেই দেখে কেন্দ্রীয় মন্ত্রীরাও নিজ নিজ টুইটার হ্যান্ডল বদলে ফেলেছেন।

Advertisement

শুরুতে নিজের টুইটার হ্যান্ডল অপরিবর্তিতই রেখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। তবে রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনিও নামের আগে চৌকিদার শব্দটি বসিয়ে নেন। তার কিছু ক্ষণের মধ্যে টুইটারে নামের সঙ্গে চৌকিদার জুড়ে নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর একাধিকবার নিজেকে চৌকিদার বলে উল্লেখ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাফাল দুর্নীতি নিয়ে তাঁকে আক্রমণ করতে তাই ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান বেছে নিয়েছিলেন কংগ্রেস সভাপতি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার পাল্টা হিসাবে সম্প্রতি #ম্যায় ভি চৌকিদার ট্রেন্ড শুরু করেন মোদী। টুইটারে লেখেন, ‘আমি একা নই। দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন যাঁরা, তাঁরা সকলেই চৌকিদার।’

Advertisement

আরও পড়ুন: প্রয়াগরাজ থেকে বারাণসী, ভোটপ্রচারে কাল গঙ্গায় ১৪০ কিলোমিটার নৌসফর শুরু প্রিয়ঙ্কার​

তার পর রবিবার আচমকাই টুইটার হ্যান্ডলে নিজের নাম বদলে ফেলেন নরেন্দ্র মোদী। তাঁকে দেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রেলমন্ত্রী পীযুস গয়াল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগতপ্রকাশ নাড্ডাও টুইটারে নিজেদের নামের আগে চৌকিদার বসিয়ে নেন।

আরও পড়ুন: ‘‘কী করে হয়? ও তো খুব ভাল ছেলে’’, ৪৯ জনকে খুন করেছে বিশ্বাসই হচ্ছে না ঠাকুরমার​

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন