শুধুই পা ধোয়া, কটাক্ষ রাহুলের

গত ২৪ ফেব্রুয়ারি কুম্ভে গিয়ে পাঁচ সাফাইকর্মীর পা ধুইয়ে দিয়েছিলেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৪:০৪
Share:

—ফাইল চিত্র।

কুম্ভের শেষ দিনে সাফাইকর্মীদের পা ধোয়ানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। মঙ্গলবার ফেসবুকে রাহুল লিখেছেন, নরেন্দ্র মোদী ক্যামেরার জন্য বাঁচেন। ক্যামেরা বন্ধ হওয়ার পরে প্রধানমন্ত্রী সাফাইকর্মীদের সমস্যার কথাও শোনেননি।

Advertisement

ইভেন্ট তৈরি করে বেরিয়ে গেছে পরের ইভেন্টের জন্য। গত ২৪ ফেব্রুয়ারি কুম্ভে গিয়ে পাঁচ সাফাইকর্মীর পা ধুইয়ে দিয়েছিলেন মোদী।

তাঁদের এক জন উত্তরপ্রদেশের হোরি লাল বলেছেন, ‘‘সে দিন পাঁচ মিনিটের ওই সাক্ষাতে এতটাই হকচকিয়ে গিয়েছিলাম যে পাকা চাকরি, মাইনে বাড়ানো বা আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা— প্রধানমন্ত্রীকে এ সবের কিছুই বলতে পারিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement