মুক্তি পিছোল প্রধানমন্ত্রীর জীবনী চিত্রের

আগামী ৮ এপ্রিল ওই মামলার শুনানি হবে। ছবিটি নিয়ে নির্বাচন কমিশনও শুক্রবার সিদ্ধান্ত নেবে।

Advertisement

 সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৪:৩৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী চিত্র ‘পিএম নরেন্দ্র মোদী’ শুক্রবার মুক্তি পাচ্ছে না। আজ এ কথা জানিয়েছেন ছবির প্রযোজক সন্দীপ সিংহ। মোদীর জীবনী চিত্রটি নিয়ে করা কংগ্রেস নেতার মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ এপ্রিল ওই মামলার শুনানি হবে। ছবিটি নিয়ে নির্বাচন কমিশনও শুক্রবার সিদ্ধান্ত নেবে।

Advertisement

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে মোদীর জীবনী চিত্র মুক্তি পাওয়ার কথা ছিল। তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী নেতানেত্রীরা। আজ ছবিটির প্রযোজক সন্দীপ টুইট করেন, ‘‘৫ এপ্রিল ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পাচ্ছে না, এটা নিশ্চিত। শীঘ্রই পরবর্তী আপডেট জানানো হবে।’’

ভোটের মুখে ‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তি পাওয়ার সম্ভাবনা নিয়ে কংগ্রেস-সহ বিরোধীরা প্রথম থেকেই সরব। তাদের অভিযোগ, ভোটের মরসুমে ওই ছবি মুক্তি পেলে বিজেপি বাড়তি সুবিধে পাবে। ওই ছবির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা আমন পবন। শীর্ষ আদালতে বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, এই জীবনী চিত্র নিয়ে শুনানি হবে আগামী সোমবার। মামলাকারীর আর্জি, ওই ছবি মুক্তি পেলে ভোটের সময় আদর্শ নির্বাচনী আচরণ বিধিভঙ্গ হবে। তাই ভোট প্রক্রিয়া শেষ হলে ছবিটির মুক্তির নির্দেশ দিক আদালত। আরও আবেদন করা হয়েছে, ‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তি পিছনোর জন্য শীর্ষ আদালত কেন্দ্র, শীর্ষ আদালত এবং সেন্সর বোর্ডকেও নির্দেশ দিক।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আমন পবনের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির যুক্তি, কোনও শিল্পীর অনুপ্রেরণায় এই ছবি তৈরি হয়নি। ছবির চার জন প্রযোজক বিজেপির ঘনিষ্ঠ ভাবে সঙ্গে যুক্ত।

ওই ছবিটির মুক্তি নিয়ে নির্বাচন কমিশনও শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা। ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির জন্য জাভেদ আখতার গান লিখছেন বলে ওই ছবির ক্রেডিটে লেখা হয়েছিল। তা নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বিতর্ক প্রসঙ্গে জাভেদ জানিয়েছেন, ন্যূনতম সততা বজায় রাখা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন