অগপ-বিজেপি রফা চূড়ান্ত

সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অগপকে ৩টি আসন দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা  

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০২:২৫
Share:

অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনে তিন প্রার্থী ও রাজ্যসভায় এক জন সাংসদ— বিজেপির সঙ্গে অগপ-র আসন রফার এই সূত্রই আজ চূড়ান্ত হল। জোটে ফেরার পরে লোকসভায় পাঁচ আসনে প্রার্থী দিতে চেয়েছিল অগপ। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব তিনটি আসনের বেশি অগপকে ছাড়তে নারাজ ছিল। আজ সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অগপকে ৩টি আসন দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়। বিজেপি সূত্রে খবর, অসমে তারা ১০টি আসনে প্রার্থী দেবে। অগপকে ৩টি ও বিপিএফকে ১টি আসন ছাড়া হয়েছে। অগপ সভাপতি অতুল বরা জানান, বরপেটা, ধুবুড়ি ও কলিয়াবরে প্রার্থী দেবে দল।

Advertisement

অগপ-বিজেপি জোট নিয়ে এখনও ক্ষুব্ধ অগপ-র একাংশ। আজ কিছু কর্মী গুয়াহাটিতে দলীয় সদরে বিক্ষোভ দেখান। তেজপুর থেকে নেডা আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মার নাম প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হওয়ার আগেই পদত্যাগ করেন তেজপুরের সাংসদ রামপ্রসাদ শর্মা।

অন্য দিকে উত্তর-পূর্বের পাঁচ রাজ্যে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হল। মেঘালয়ের শিলংয়ে ভিনসেন্ট পালাই প্রার্থী থাকছেন, তুরায় প্রার্থী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। অসমে এ বারও শিলচরে লড়বেন সুস্মিতা দেব ও কলিয়াবরে গৌরব গগৈ।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement